চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

IBPS PO Result: ফলাফল দেখবেন কিভাবে? জেনে নিন বিস্তারিত প্রতিবেদন

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস)-এর তরফে বৃহস্পতিবার প্রকাশ পেল প্রবেশনারি অফিসার (পিও) মূল পরীক্ষার ফলাফল। অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা আগামী ১৬ই জানুয়ারি পর্যন্ত রেজাল্টটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। জানানো হয়েছে, আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইট (ibps.in)-এ গিয়ে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

ফলাফল দেখবেন কিভাবে?

১) পিও মূল পরীক্ষার ফলাফল দেখতে প্রথমে আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইট (ibps.in)-এ যেতে হবে পরীক্ষার্থীদের।
২) এরপর হোমপেজে ‘সিআরপি-পিও/এমটি’ লেখাটিতে যেতে হবে।
৩) এরপর মূল পরীক্ষার রেজাল্ট দেখার লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৪) এরপর স্ক্রিনে রেজাল্টটি দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
৫) প্রয়োজনে রেজাল্টেটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন পরীক্ষার্থীরা।

চাকরির খবরঃ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে নন টিচিং স্টাফ নিয়োগ

FB Join

আইবিপিএস পিও পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। সম্প্রতি আয়োজিত হওয়া এই পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী।গত ২৬শে নভেম্বর দেশজুড়ে আয়োজন করা হয়েছিল পরীক্ষাটি। মোট ৮৪৩২টি শূন্যপদে প্রবেশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগের জন্য পরীক্ষাটি আয়োজন করা হয়েছিল। মোট ১১টি ব্যাঙ্ক অংশগ্রহণ করে এই নিয়োগ প্রক্রিয়ায়। সম্প্রতি বৃহস্পতিবার এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের এরপর নিয়োগ করা হবে নির্ধারিত শূন্যপদে।

Home Breaking E - Paper Video Join