চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WBPSC Clerkship Admit Card Download: প্রকাশিত হলো ক্লার্কশিপ পরীক্ষার এডমিট কার্ড

পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপের পার্ট ওয়ানের পরীক্ষার দিন ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে। পরীক্ষার তারিখ হল ১৬ ই নভেম্বর এবং ১৭ ই নভেম্বর। যদিও একজন নির্দিষ্ট পরীক্ষার্থীর জন্য পরীক্ষাটি একদিনেই হবে। পাবলিক সার্ভিস কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছিল যে ২ নভেম্বর পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আজ থেকে পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপের পার্ট ওয়ানের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হল।

WBPSC Clerkship Admit Card Download 2024

WBPSC Clerkship Admit Card

স্টেপ ১: প্রথমেই আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাইজারে গিয়ে psc.wb.gov.in সার্চ করুন, এরপর পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েব সাইটটি ওপেন করুন। এরপর একটি পেজ খুলবে।

স্টেপ ২: তারপর মোবাইলের ক্ষেত্রে নীচের দিকে এবং কম্পিউটারের ক্ষেত্রে ডানদিকে বিভিন্ন অপশন দেখতে পাবেন, তারমধ্যে একজায়গায় ‘ক্যান্ডিডেট কর্নার’ বলে একটি সেকশন আছে, এখানেই আপনি ‘ডাউনলোড অ্যাডমিট কার্ডের’ অপশনটি পেয়ে যাবেন।

স্টেপ ৩: এই ডাউনলোড অ্যাডমিট কার্ডের অপশনটি ক্লিক করলেই আপনাদের সামনে পরবর্তী পেজ খুলে যাবে, এরপর আপনারা ক্লার্কশিপ এক্সামিনেশন ২০২৩ এর নোটিফিকেশন দেখতে পাবেন ও অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশনটি পেয়ে যাবেন।

WBPSC Clerkship FREE Practice Set

স্টেপ ৪: তারপর সেখানে ক্লিক হেয়ার বলে একটি অপশন থাকবে যেখানে ক্লিক করলেই একটি পেজ খুলে যাবে আপনার সামনে। এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ এনরোলমেন্ট আইডি অথবা আপনার নাম এবং জন্ম তারিখ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

Clerkship Admit Card Download

এইভাবে খুব সহজে নিজের মোবাইল কিংবা কম্পিউটারে নিজের পিএসসি ক্লার্কশিপের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

প্রকাশিত হল WBPSC Clerkship পরীক্ষার শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য সিলেবাস অনুযায়ী পিডিএফ ই-বুক। সিলেবাস অনুযায়ী প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক, বিগত বছরের প্রশ্নোত্তর, সঙ্গে রয়েছে সিলেবাস অনুযায়ী ৫ টি প্র্যাকটিস সেট 👇👇👇

Home Breaking E - Paper Video Join