চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

HS 3rd Semester: শেষ হয়েছে প্রথম ধাপের উচ্চমাধ্যমিক, ফলপ্রকাশের আগে জেনে নিন গুরুত্বপূর্ণ খবর!

Exam Bangla

HS 3rd Semester: শেষ হয়েছে উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টার তথা তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। এই বছর প্রথমবারের মত নতুন পদ্ধতি মেনে আয়োজন করা হয়েছিল উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। এই নতুন পদ্ধতিতে পরীক্ষা রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রীর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে পরীক্ষায় -এমনটাই জানাচ্ছে সংসদের পরিসংখ্যান। পাশাপাশি কবে বেরোতে পারে এই পরীক্ষার চূড়ান্ত ফলাফল? এই নিয়েও সূত্র মারফত একাধিক তথ্য জানা গেল! বিস্তারিত জানুন আজকের প্রতিবেদনটি থেকে।

HS 3rd Semester 2025

চলতি মাসের ২২ তারিখ অর্থাৎ সোমবার শেষ হয়েছে এই বছরের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার (HS 3rd Semester) পরীক্ষা। ঐদিন পরীক্ষার শেষে সাংবিধানিক বৈঠকে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এই বছর উচ্চমাধ্যমিকের নথিভুক্ত ছাত্রছাত্রীর সংখ্যা ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩ জন। এর মধ্যে ১০ হাজার ৪৩৭ জন অনুপস্থিত ছিল। অর্থাৎ অনুপস্থিতির হার মাত্র ১.৫৮%।

পরিসংখ্যান অনুযায়ী, কোভিডের সময় বাদ দিলে ২০১৪ সাল থেকে এই উপস্থিতি সর্বোচ্চ। অর্থাৎ সেমিস্টার সিস্টেম যে ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়ার আগ্রহ বহুগুণে বাড়িয়ে দিয়েছে, তা প্রমাণিত হচ্ছে।

অনুপস্থিত প্রার্থীরা ফেব্রুয়ারিতে আবার পার্ট ওয়ান পরীক্ষাগুলি সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছে সংসদ। পাশাপাশি ঐদিন সভাপতি তৃতীয় সেমিস্টারের পরীক্ষার সম্ভাব্য ফল প্রকাশের দিন (HS 3rd Semester Result Date) ঘোষনা করেছেন।

আরও পড়ুনঃ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নতুন পোর্টাল চালু করল মধ্যশিক্ষা পর্ষদ!

কবে প্রকাশ হবে HS 3rd Semester Result?

পরীক্ষার শেষে আয়োজিত সাংবিধানিক বৈঠকে সংসদের সভাপতি বলেন, আগামী ৩১ অক্টোবর উচ্চমাধ্যমিকের (WBCHSE) প্রথম সেমিস্টারের ফল প্রকাশ হতে পারে। পরীক্ষার্থীরা প্রাথমিকভাবে অনলাইনেই নিজেদের ফলাফল দেখে নিতে পারবেন। চলতি বছরের পরীক্ষায় কড়া নজরদারি ও সচেতনতার প্রসারে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সংখ্যা এবার একেবারেই নগণ্য ছিল। পরীক্ষা চলাকালীন মাত্র দুজন ছাত্র-ছাত্রী মোবাইল সহ ধরা পড়েছে বলে জানা যাচ্ছে।

আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

সভাপতি ঐদিন জানান, চলতি বছর বায়োলজি পরীক্ষায় দুটি প্রশ্ন ভুল ছিল। তাই যে কোন উত্তর লিখলেই সেগুলোতে পূর্ণ নম্বর দেওয়া হবে। বিভিন্ন সমস্যা ও ভুলভ্রান্তি নিয়ে ২৫ সেপ্টেম্বর অর্থাৎ আজ রিভিউ মিটিং করবেন সভাপতি।

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join