চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

HS Admit Card: স্কুল থেকে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের অ্যাডমিট কার্ড! কবে, কীভাবে মিলবে?

Exam Bangla

HS Admit Card: পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার এবারের প্রথমবারের মতো সেমিস্টার সিস্টেমে আয়োজিত হতে চলেছে। সেপ্টেম্বরেই রয়েছে ২০২৫-২৬ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার অর্থাৎ প্রথম অর্ধের পরীক্ষা। ২০২৫ সালের তৃতীয় সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণার মাধ্যমে আপডেট দিল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। জানিয়ে দেওয়া হল ছাত্র-ছাত্রীদের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার এডমিট কার্ড বিতরণের তারিখ। এর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি নির্দেশিকাও জানিয়ে দেওয়া হয়েছে।

HS Admit Card 2025

পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের উপর থেকে পড়াশোনার বোঝা বেশ কিছুটা হালকা করার উদ্দেশ্যেই রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষাকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথম ভাগ অর্থাৎ তৃতীয় সেমিস্টারের পরীক্ষা রয়েছে আগামী সেপ্টেম্বর মাস থেকে। তার আগেই সংসদের অফিসিয়াল পোর্টালে আপলোড করা হবে প্রত্যেকটি যোগ্য ছাত্রছাত্রীর অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ড এই বছর থেকে আর অফলাইনে স্কুলে স্কুলে পাঠানো হবে না। অনলাইন মাধ্যমেই অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার মতো ছাত্র-ছাত্রীরা উল্লেখিত ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন নিজেদের অ্যাডমিট কার্ড।

ছাত্র-ছাত্রীদের অবশ্যই ডাউনলোড করার সেই অ্যাডমিট কার্ড প্রিন্ট করিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে। ছাত্র-ছাত্রীদের যাতে কোনরকম সমস্যার সম্মুখীন হতে না হয়, তার জন্য বিভিন্ন নির্দেশিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এর পাশাপাশি সেপ্টেম্বরে পরীক্ষার শুরু হলেও আগস্ট মাসের ২০ তারিখ থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

আরও পড়ুনঃ স্নাতকোত্তরে ভর্তি নিয়ে নয়া নির্দেশিকা উচ্চ শিক্ষা সংসদের! 

HS Admit Card ডাউনলোড করার প্রক্রিয়া

প্রত্যেকটি ছাত্র-ছাত্রীকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তৃতীয় সেমিস্টারের এডমিট কার্ড (HS Admit Card) ডাউনলোড করতে হবে। এর জন্য প্রয়োজনীয় ধাপগুলি নিচে উল্লেখ করা হলো-

১) পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল পোর্টাল থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকা তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে পারবেন।

২) এরপর তাদের স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীর অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করানোর দায়িত্ব থাকবে বিদ্যালয় কর্তৃপক্ষের উপরে।

৩) অ্যাডমিট প্রিন্ট হয়ে গেলে প্রত্যেকটি কার্ডে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষর এবং স্ট্যাম্প দিতে হবে।

৪) সমস্ত নির্দেশিকা মেনে প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর অ্যাডমিট কার্ড প্রস্তুত হয়ে গেলে ছাত্রছাত্রীরা বিদ্যালয় থেকে বলে দেওয়া নির্দিষ্ট তারিখে এই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন। এই ক্ষেত্রে অবশ্যই ছাত্রছাত্রীদের প্রাপ্ত কার্ডে স্কুলের প্রধানের সাক্ষর বা স্ট্যাম্প দেওয়া আছে কিনা তা ভালোভাবে দেখে নিতে হবে।

আরও পড়ুনঃ পরীক্ষার সময় খোলা থাকবে পাঠ্যপুস্তক!

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

পরীক্ষার সময়ের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা

ছাত্র-ছাত্রীদের পরীক্ষার হলে প্রফেসর জন্য অ্যাডমিট একটি আবশ্যক নথি। ছাত্র-ছাত্রীদের অবশ্যই পরীক্ষার দিনে মনে করে অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে। এই অ্যাডমিট কার্ড এই ছাত্র বা ছাত্রীর নাম, রোল নম্বর, পরীক্ষার বিষয়, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষা কেন্দ্রের ঠিকানা ইত্যাদি উল্লেখ করা থাকবে। অ্যাডমিট হাতে পাওয়ার পর ছাত্রছাত্রীরা নিজেদের পরীক্ষার কেন্দ্র সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে যাবেন। সেই অনুযায়ী পরীক্ষা শুরুর দিন যাতায়াতের সমস্ত পরিকল্পনা করে রাখতে হবে ছাত্র-ছাত্রীদের।

HS Admit Card সংশোধন

কোন ছাত্র-ছাত্রীর যদি বিদ্যালয় থেকে পাওয়া অ্যাডমিট কার্ডে কোনরকম ভুলভ্রান্তি থাকে অর্থাৎ পড়ুয়ার নাম, বাবার নাম, বিষয় বা ছবিতে গরমে থাকলে অবিলম্বে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের এই সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। পরীক্ষার আগেই কোনরকম ভুল থাকলে তা সংশোধন করে নেওয়া বাধ্যতামূলক।

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join