চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

HS Examination 2023: উচ্চমাধ্যমিকের প্রশ্ন বিভ্রাট! এডুকেশন প্রশ্নপত্রে রইলো ভুল ‘অপশন’!

রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। রাজ্যের বিভিন্ন প্রান্তের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করছেন পরীক্ষায়। এর আগে মাধ্যমিক প্রশ্নপত্র নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। আর এবার উচ্চমাধ্যমিকের এডুকেশন প্রশ্নপত্র নিয়ে শুরু হলো বিতর্ক।

বৃহস্পতিবার ছিল উচ্চমাধ্যমিকের এডুকেশন পরীক্ষা। সূত্রের খবর, নসিবপুর হাইস্কুলের শিক্ষা বিজ্ঞান (এডুকেশন) বিষয়ের শিক্ষক পিন্টুকুমার মন্ডলের দাবি, উচ্চমাধ্যমিকের এডুকেশন প্রশ্নপত্রে এমসিকিউ বিভাগের দুটি প্রশ্নে সঠিক অপশনটি দেওয়া হয়নি। এর মধ্যে রয়েছে এমসিকিউ বিভাগের সপ্তম প্রশ্ন ও দ্বাদশ তম প্রশ্ন। এই দুটি প্রশ্নের ক্ষেত্রে দেওয়া অপশনগুলি আদতে ভুল ছিল বলে দাবি করেছেন তিনি।

উচ্চমাধ্যমিক এডুকেশন প্রশ্ন 2023 PDF: Download Now

join Telegram

যদিও বিষয়টি নিয়ে বর্তমানে কোনোও প্রতিক্রিয়া মেলেনি সংসদের তরফে। সংশ্লিষ্ট প্রশ্নদুটির উত্তর দিলে আদৌ পরীক্ষার্থীরা পুরো নম্বর পাবেন কিনা সে বিষয়েও জানা যায়নি কিছু। তবে সংশ্লিষ্ট ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

FB Join

Home Breaking E - Paper Video Join