চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

IBPS PO: প্রকাশিত হল ফলাফল, ডাউনলোড করুন আপনার রেজাল্ট

দি ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) এর তরফে প্রকাশ পেল প্রবেশনারি অফিসার (PO) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল। যে সকল পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাঁরা (ibps.in) ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন।

IBPS PO রেজাল্ট দেখবেন কিভাবে?

১) পরীক্ষার্থীদের প্রথমে (ibps.in) ওয়েবসাইটে যেতে হবে।

২) এবার হোমপেজে অবস্থিত সংশ্লিষ্ট পরীক্ষার রেজাল্ট দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) এরপর লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।

চাকরির খবরঃ কৃষি দপ্তরে কর্মী নিয়োগ

৪) এবার স্ক্রিনে ফলাফল দেখতে পাবেন।

৫) এটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন পরীক্ষার্থীরা।

আইবিপিএস এর তরফে মেন ও ইন্টারভিউ রাউন্ড উভয়েরই ফলাফল প্রকাশ করা হয়েছে। আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। উল্লেখ্য, কিছুদিন আগেই প্রকাশ পেয়েছিল ক্লার্ক পদে নিয়োগ পরীক্ষার ফলাফল। এছাড়া, পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটি অবশ্যই ফলো করবেন পরীক্ষার্থীরা।

IBPS PO

IBPS PO Exam Result 2023: Click Here

Home Breaking E - Paper Video Join