চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

IDBI ব্যাঙ্কে ১০৩৬ শূন্যপদে কর্মী নিয়োগ! প্রতিমাসে বেতন ২৯ হাজার টাকা

ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (IDBI) -এর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No. – 4/2021-22

পদের নাম – Executive
মোট শূন্যপদ – ৯৫৬ টি। (UR – ৩৭৩ টি, SC -১৩৮ টি, ST – ৬৯ টি, OBC – ২৪৮ টি, EWS – ৯২ টি, PwD – ৩৬ টি।) উল্লিখিত পোস্টের সংখ্যা ভবিষ্যতের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নূন্যতম ৫৫% নাম্বার সহ স্নাতক চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা – আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
মাসিক বেতন – ২৯,০০০/- টাকা থেকে ৩৪,০০০/- টাকা।

আরও পড়ুনঃ জেলা আদালতে ক্লার্ক নিয়োগ

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য www.idbibank.in লিঙ্কে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি – SC/ ST/ PwD প্রার্থীদের ক্ষেত্রে ২০০/- টাকা, এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ১০০০/- এককালীন আবেদন ফি ধার্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ – ০৭ জুন, ২০২৩

IDBI

Official Notification: Download Now
Apply Now: Click Here

Home Breaking E - Paper Video Join