চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

IIT Kharagpur | বিদেশে পা রাখতে চলেছে আইআইটি খড়গপুর! মালয়েশিয়ায় ওপেন হবে আন্তর্জাতিক ক্যাম্পাস

IIT Kharagpur: এবার দেশ পেরিয়ে বিদেশে পৌছবে আইআইটি খড়গপুর। অতি শীঘ্রই মালয়েশিয়ায় ওপেন হতে চলেছে খড়গপুরের প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস। সম্প্রতি আইআইটি খড়গপুরের সমাবর্তন অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়টির উল্লেখ করেন ডিরেক্টর ভি কে তিওয়ারি। সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন, খড়গপুর আইআইটির আগামী দিনের লক্ষ্য পৃথিবীর শীর্ষস্থানীয় দশটি প্রতিষ্ঠানের মধ্যে নিজেদের স্থান ধরে রাখা।

দেশের বৃহত্তর প্রযুক্তি ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এই আইআইটি খড়গপুর। সম্প্রতি আইআইটি খড়গপুরের সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ডিরেক্টর ভি কে তিওয়ারি ঘোষণা করেন অতি শীঘ্রই মালয়েশিয়ায় ওপেন হতে চলেছে খড়গপুরের প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস। তবে ঠিক কবে ওপেন হবে ক্যাম্পাস? সে বিষয়ে এখনও সঠিকভাবে জানাননি তিনি। তবে তাঁর কথায়, পৃথিবীর শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলির তালিকায় আইআইটি খড়গপুরকে স্থান দিতে বিদেশে ক্যাম্পাস খোলার প্রয়োজনীয়তা রয়েছে।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতিতে ভূমিকা রয়েছে মধ্যস্থতাকারী শিক্ষকদের!

FB Join

আইআইটি খড়গপুরের ডিরেক্টরের কথায়, আগামী শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক ক্যাম্পাসে পঠনপাঠন শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। প্রসঙ্গত, আইআইটি খড়গপুর বিগত কয়েক বছর ধরে দেশের মধ্যে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ধরে রেখেছে। এবার দেশ ছাড়িয়ে বিদেশে পৌছে যাওয়ায় নিঃসন্দেহে এই শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ কৃতিত্ব রাখে।

Home Breaking E - Paper Video Join