চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

ইন্ডিয়ান এয়ারফোর্সে এয়ারম্যান নিয়োগ, বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাশ থাকলেই আবেদনে যোগ্য

ইন্ডিয়ান এয়ার ফোর্স অর্থাৎ IAFএর তরফ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে দেখা যাচ্ছে খুব শীঘ্রই অগ্নিপথ স্কিমের আন্ডারে ইন্ডিয়ান এয়ারফোর্সে নিয়োগ করা হবে। পদের নাম , আবেদনের যোগ্যতা ইত্যাদি জানতে প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।

পদের নাম- এয়ারম্যান।

বয়স সীমা- ১/০১/২০০৫ থেকে ১/০৭/২০০৮ এরমধ্যে জন্ম তারিখ হতে হবে। সর্বাধিক একজন প্রার্থীর ২১ বছর বয়স হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে আর সেক্ষেত্রে বিষয় হিসেবে পদার্থবিদ্যা, গণিত ও ইংরেজি থাকতে হবে ও ৫০ শতাংশ নাম্বার পেতে হবে। অথবা মাধ্যমিকের পর তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স অথবা দু বছরের ভোকেশনাল কোর্স থাকতে হবে।

আরও পড়ুনঃ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ, মাসিক বেতন ৩৪ হাজার টাকা

বেতনক্রম- চার বছরের মধ্যে প্রথম বছরের প্রতি মাসে বেতন হবে ৩০ হাজার, দ্বিতীয় বছরে বেতন হবে ৩৩ হাজার, তৃতীয় বছরে বেতন হবে ৩৬৫০০। চতুর্থ বছরে বেতন হবে ৪০ হাজার। চার বছর শেষে এককালীন ১০.০৪ লাখ টাকা পাওয়া যাবে।

আবেদন পদ্ধতি- এই পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার লিংক এই প্রতিবেদনের নীচে দেওয়া রয়েছে। অনলাইনে আবেদন চলবে ৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত।

পরীক্ষা পদ্ধতি- লিখিত পরীক্ষা হবে এবং পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে , এছাড়া শারীরিক ফিটনেস দেখা হবে। উল্লেখ্য এই পদের জন্য নারী- পুরুষ উভয়েই আবেদন করতে পারবে তবে তাদের অবিবাহিত হতে হবে।

চাকরির খবরঃ স্টেট ব্যাংকে প্রবেশনারি অফিসার নিয়োগ, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন

ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই ১৫২ সেন্টিমিটার উচ্চতা হবে। উচ্চতা অনুযায়ী ওজন দেখতে হবে। ছেলেদের ক্ষেত্রে চেস্ট হবে ৭৭ সেন্টিমিটার ও ফুলিয়ে আর‌ও ৫ সেমি আর মেয়েদের ক্ষেত্রে চেস্ট ৫ সেমি ফুলাতে হবে। এছাড়া চোখের দৃষ্টিশক্তি ও দেখা হবে। বিশদে জানতে ওয়েবসাইটে নজর রাখুন।

Official Notification
Apply Now Online

Home Breaking E - Paper Video Join