চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

Railway Group- D: রেলওয়ে গ্রুপ- ডি পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, কবে থেকে ফর্ম ফিলাপ?

Exam Bangla

ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের জন্য গ্রুপ- ডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। সংস্থার পক্ষ থেকে শূন্যপদ এবং অন্যান্য যাবতীয় তথ্য জানানো হয়েছে। রেলওয়ে গ্রুপ ডি নিয়োগের জন্য অনেকের এতদিন ধরে অপেক্ষা করে আসছেন। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কর্মী নিয়োগের শর্ট নোটিফিকেশন প্রকাশিত হল। চাকরিপ্রার্থীদের জন্য নূন্যতম যোগ্যতায় এখানে আবেদনের সুযোগ রয়েছে। সংস্থার পক্ষ থেকে কী কী জানানো হল, জেনে নিন আজকের প্রতিবেদন থেকে।

নোটিফিকেশন নম্বর- 08/2024

পদের নাম- Level-1 (গ্রুপ ডি)।

মোট শূন্য পদের সংখ্যা- ৩২,৪৩৮ টি।

পদের নামশূন্যপদের সংখ্যা
Pointsman-B5058
Assistant (Track Machine)799
Assistant (Bridge)301
Track Maintainer Gr. IV13187
Assistant P-Way257
Assistant (C&W)2587
Assistant TRD1381
Assistant (S&T)2012
Assistant Loco Shed (Diesel)420
Assistant Loco Shed (Electrical)950
Assistant Operations (Electrical)744
Assistant TL &AC1041
Assistant TL & AC (Workshop)624
Assistant (Workshop) (Mech)3077
মোট শূন্যপদের সংখ্যা32,438

শিক্ষাগত যোগ্যতা- এখানে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। মাধ্যমিক যোগ্যতার পাশাপাশি ITI পাশ যোগ্যতাতেও চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। বিভিন্ন পদের নাম ও বিবরণ জানার জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অপেক্ষা করতে হবে।

আরও পড়ুনঃ পিএসসি ক্লার্কশিপ নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, সুখবর চাকরিপ্রার্থীদের জন্য

বয়স সীমা- নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৬ বছর বয়স পর্যন্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা অবশ্যই বয়সের ঊর্ধ্ব সীমায় নির্ধারিত ছাড় পেয়ে যাবেন।

মাসিক বেতন- কেন্দ্রীয় সরকারের বেতন ক্রম 7 CPC র অন্তর্গত Pay Level 1 অনুসারে রেলওয়ে গ্রুপ ডি পদে নিয়োজিত প্রার্থীরা প্রতি মাসে নূন্যতম ১৮,০০০/- টাকা বেতন পাবেন। এর পাশাপাশি রেলওয়ের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাও পাবেন কর্মীরা।

আবেদন পদ্ধতি- RRB র পক্ষ থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলে ইচ্ছুক প্রার্থীরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে RRB র অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন জানাতে হবে ইচ্ছুক প্রার্থীদের। এদিনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী রেলওয়ে গ্রুপ- ডি পদের অনলাইনে ফর্ম ফিলাপ শুরু হবে ২৩ জানুয়ারি, ২০২৫ তারিখ থেকে। ফর্ম ফিলাপ চলকবে ২২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত।

RAILWAY GRUOP- D BEST GUIDE BOOK

Railway Group- D Best Book

নিয়োগ প্রক্রিয়া- লিখিত কম্পিউটার বেসড (CBT) পরীক্ষা, শারীরিক পরীক্ষা (PET) এর মাধ্যমে যোগ্য ব্যক্তিদের নিয়োগ করা হবে।

আরও বিশদে জানার জন্য অবশ্যই RRB র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেবেন।

আরও পড়ুনঃ রাজ্যের সরকারি হোস্টেলে মহিলা সুপারিনটেনডেন্ট নিয়োগ, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন

Railway Group- D Vacancy List

Daily Job Update

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join