চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

মোটা বেতনের চাকরি দিচ্ছে কলকাতা মেট্রো রেল, সরাসরি ইন্টারভিউ দিয়ে নিয়োগ

কলকাতা মেট্রো রেলের চাকরি করা যাদের স্বপ্ন তাদের জন্য সুখবর। সম্প্রতি কলকাতা মেট্রোরেলে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সরাসরি কোন‌ওরকম পরীক্ষা ছাড়া ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করবে মেট্রো রেল। পদের নাম কী, শূন্য পদের সংখ্যা, কীভাবে নিয়োগ হবে ইত্যাদি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদের নাম- GDMO
পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা- এই পদের জন্য ১টি শূন্য পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে যেকোনো রাজ্যের রেজিস্টার করা এমবিবিএস পাশ ডাক্তার হতে হবে।
বয়সসীমা- এই পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৫৩ বছরের মধ্যে। ১/১/২০২৫ তারিখ অনুযায়ী এই বয়সের হিসেব হবে।
বেতন- এই পদের জন্য মাসিক বেতন হচ্ছে ৯৫ হাজার টাকা।
কাজের সময়সীমা- এই পদের জন্য নিযুক্ত ব্যক্তিকে সপ্তাহের ছয় দিন আট ঘণ্টা রোজ কাজ করতে হবে।

আরও পড়ুনঃ ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকে নিয়োগ, কোন যোগ্যতায় আবেদন?

পরীক্ষা পদ্ধতি- এই পদের জন্য যারা ইচ্ছুক তাদের নির্দিষ্ট একটি তারিখে ইন্টারভিউ নেওয়া হবে, সেই ইন্টারভিউ অনুযায়ী পরীক্ষা হবে। উল্লেখ্য, এটি একটি চুক্তিভিত্তিক কাজ। এক বছরের জন্য এই কাজটি থাকবে। কলকাতার তপন সিনহা মেমোরিয়াল হসপিটালে কাজটি করতে হবে ইচ্ছুক প্রার্থীকে। এক্ষেত্রে বেতন হবে কাজের হিসেবে, অর্থাৎ কাজ থাকলে বেতন, কাজ না থাকলে বেতন নেই (No Work No pay).

প্রতিদিন সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇👇

join Telegram

ইন্টারভিউয়ের তারিখ- এই পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে ৪/৩/২৫ তারিখ মঙ্গলবার। এই পদে কাজ করতে যারা ইচ্ছুক তাদের অবশ্যই উক্ত দিনে সকাল ১১:৩০ এর মধ্যে নিম্নলিখিত স্থানে উপস্থিত থাকতে হবে। স্থান-অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফ মেডিকেল অফিসার, তপন সিনহা মেমোরিয়াল হসপিটাল, মেট্রো রেলওয়ে, ২৮/৫৫ এম এন সেন রোড, চাদিতলা, কলকাতা ৭০০০৪০।

আরও পড়ুনঃ রেলওয়ে গ্ৰুপ- ডি বিগত বছরের প্রশ্নোত্তর পিডিএফ

গুরুত্বপূর্ণ নথিপত্র- প্রত্যেকটি প্রার্থীকে অনুরোধ করা হচ্ছে ইন্টারভিউতে আসার সময় তারা যেন ভোটার কার্ড, প্যান কার্ডহ আধার কার্ডের সবকিছু অরিজিনাল এবং সেল্ফ অ্যাটেস্টেড একটি কপি নিয়ে আসে। এছাড়া এম বি বি এস সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন, এমবিবিএসের ডিগ্রি সার্টিফিকেট, মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও দু বছরের এক্সপেরিয়েন্স সার্টিফিকেট সহ পাসপোর্ট সাইজ কালার ফটো সঙ্গে নিয়ে আসে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.

Home Breaking E - Paper Video Join