চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

Kolkata Police Constable Exam Date | কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার তারিখ প্রকাশিত

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার তারিখ জানিয়ে দিল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)। সম্প্রতি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। চলতি বছরেই আয়োজিত হতে চলেছে পরীক্ষাটি। বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২২ -এর চূড়ান্ত লিখিত পরীক্ষাটি আয়োজিত হবে আগামী ৩ ডিসেম্বর ২০২৩ (রবিবার)। যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করেছেন এবং আগামীতে করবেন, তাঁরা উক্ত দিনে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে যাবেন। পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।

Kolkata Police Constable Exam Date

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বিভিন্ন ধাপে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার মাধ্যমে শূন্যপদের জন্য যোগ্য প্রার্থীদের বেছে নেয়। যে সকল প্রার্থীরা মাঠ পাশ করেছেন তাঁরা সকলেই মেন পরীক্ষায় বসতে পারবেন। মেন লিখিত পরীক্ষায় মূলত চারটি বিষয় থেকে প্রশ্ন আসবে। সেগুলি হল জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ, ইংরেজি, গণিত ও রিজনিং। এর মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ থেকে আসবে ২৫ টি প্রশ্ন যার পূর্ণ নম্বর ২৫। ইংরেজি বিষয় থেকে আসবে ১০ টি প্রশ্ন যার পূর্ণ নম্বর ১০। গণিত থেকে আসবে ২৫ টি প্রশ্ন যার ফুল মার্কস ২৫, আর রিজনিং থেকে আসবে ২৫ টি প্রশ্ন যার ফুল মার্কস ২৫। অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ পার্ট থেকে ২৫ নম্বর, ইংরেজি থেকে ১০ নম্বর, গণিত থেকে ২৫ নম্বর ও রিজনিং থেকে ২৫ নম্বরের প্রশ্ন থাকবে প্রশ্নপত্রে। সর্বমোট ৮৫ নম্বরের পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। নেগেটিভ মার্কিং থাকছে 1/4th। প্রশ্নপত্র আসবে বাংলা ও নেপালি ভাষায়। এই পরীক্ষার জন্য মোট ৬০ মিনিট সময় পাবেন পরীক্ষার্থীরা।

Kolkata Police Constable Exam Date

কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষায় বসার জন্য ইতোমধ্যে জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন প্রার্থীরা। আর পরীক্ষার্থীদের কথা চিন্তা করেই ‘Exam Bangla পাবলিকেশনের’ তরফে প্রকাশ করা হয়েছে ‘কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ Constable Main Advance Mock Fighter’ বইটি। বইটি কনস্টেবল পরীক্ষায় বসার জন্য সেরা প্র্যাকটিস সেট। পাশাপাশি বইটির সঙ্গে পাবেন ফ্রি ওএমআর বুকলেট। নতুন সিলেবাস অনুযায়ী লিখিত এই বইটির সঠিকভাবে অনুশীলন করলে পরীক্ষায় ভালো ফল আসবেই। তাই আর দেরি না করে চটজলদি অর্ডার করে দিন বইটি। এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিষয়ে পরবর্তী আপডেট পেতে অবশ্যই নজর রাখুন ‘Exam Bangla’-এর পাতায়।

Kolkata Police Constable Exam Date

Home Breaking E - Paper Video Join