চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগের ফলাফল প্রকাশিত! দেখে নিন রেজাল্ট

প্রকাশ পেল কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্ট্রেস (UB) ও সার্জেন্ট নিয়োগ ২০২১-এর ফাইনাল মেরিট লিস্ট। ইতোমধ্যে তিনটি অফিসিয়াল ওয়েবসাইট যথা (www.prb.wb.gov.in), (www.kolkatapolice.gov.in) ও (www.wbpolice.gov.in) থেকে নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন পরীক্ষার্থীরা। পিডিএফ ফরম্যাটে প্রকাশ করা হয়েছে রেজাল্ট। সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভিজিট করে অ্যাপ্লিকেশন আইডি ও ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করলে ফাইনাল মেরিট লিস্ট দেখা যাবে।

ফাইনাল মেরিট লিস্ট চেক করবেন কিভাবে?

১) প্রার্থীদের প্রথমে উল্লিখিত তিনটি ওয়েবসাইটের মধ্যে একটিতে ভিজিট করতে হবে।
২) এরপর ওয়েবসাইটে প্রকাশিত ‘ফাইনাল মেরিট লিস্ট’ চেক করার লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) নিজেদের অ্যাপ্লিকেশন আইডি ও ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করতে হবে।
৪) স্ক্রিনে রেজাল্টটি দেখতে পাবেন। এটি ডাউনলোড করে রেখে দেবেন।

কলকাতা পুলিশে

আরও পড়ুনঃ দিনমজুরের কাজ থেকে সরকারি চাকরি

কলকাতা পুলিশের এস আই ও সার্জেন্ট নিয়োগ ২০২১-এর সিলেক্টড ও নন সিলেক্টড প্রার্থীদের তালিকা বিস্তারিত ভাবে প্রকাশ করা হয়েছে। এছাড়া ফাইনাল মেরিট লিস্টের সঙ্গে কাট অফ মার্কসও প্রকাশ করেছে বোর্ড। তালিকা থেকে দেখা যাচ্ছে, মোট ১২২ জন প্রার্থী সংশ্লিষ্ট পদের জন্য নির্বাচিত হয়েছেন। নির্ধারিত শূন্যপদে নির্বাচিতদের নিয়োগ দেওয়া হবে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানতে ও পরবর্তী আপডেট পেতে বোর্ডের ওয়েবসাইটে নজর রাখবেন।

কলকাতা পুলিশে

Home Breaking E - Paper Video Join