চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

KP Constable Final Result | কলকাতা পুলিশ কনস্টেবলের ফাইনাল রেজাল্ট দেখে নাও

দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ ২০২২ সালের ফাইনাল রেজাল্ট প্রকাশ করল। ইতিমধ্যেই এই সংক্রান্ত নোটিফিকেশন জারি করেছে রিক্রুটমেন্ট বোর্ড। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবে

 

KP Constable Final Result

KP Constable Final Result

✦ নিজেদের রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের নিম্নলিখিত স্টেপ গুলি ফলো করতে হবে।
✦ প্রথমে চাকরিপ্রার্থীদের পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে নিতে হবে।
✦ এরপর নোটিফিকেশন ট্যাবে গিয়ে Final Result for Recruitment to the posts of Constables/ Lady Constables in Kolkata Police – 2022 লেখাটির উপর ক্লিক করতে হবে।
✦ এখানে ক্লিক করার পর ওয়েবসাইটের RECRUITMENT DETAILS পেজটি খুলে যাবে।
✦এই পেজে প্রদর্শিত টেবিলে দু’নম্বর অপশনে Final Result লেখার ডান পাশের Get Details অপশনে ক্লিক করতে হবে।
✦ এরপর খুলে যাওয়া নতুন পেজে পরীক্ষার্থীরা নিজেদের Application Sl. No. এবং লিখে Search Result অপশনে ক্লিক করলেই নিজেদের রেজাল্ট দেখতে পাবেন।

KP Constable Final Result

আপনাদের সুবিধার্থে এই প্রতিবেদনের নিচেই রেজাল্ট দেখার অফিসিয়াল লিঙ্কটি দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা এই লিঙ্কে ক্লিক করলেই রেজাল্ট দেখার পেজটি খুলে যাবে। সেখানে যাবতীয় ডিটেইলস পূরণ করে সাবমিট করলেই নিজের রেজাল্ট দেখতে পাবেন।

KP Constable Final Result

Check Your Result: Click Here

Home Breaking E - Paper Video Join