চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

বিরাট সুখবর দিল দেশের এই IIT প্রতিষ্ঠান! পড়লে উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি

ইঞ্জিনিয়ারিংয়ে উজ্জ্বল কেরিয়ার গড়ার জন্য পড়ুয়াদের প্রথম পছন্দ থাকে আইআইটি (IIT) প্রতিষ্ঠান। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই সকল প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পান ছাত্রছাত্রীরা। দেশের নামজাদা আইআইটি প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি হল ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) মাদ্রাজ। সম্প্রতি এই মাদ্রাজ আইআইটির এক বিরাট পদক্ষেপে একগুচ্ছ সুযোগ তৈরি হল পড়ুয়াদের সামনে।

সূত্রের খবর, মাদ্রাজ আইআইটির হাত ধরে এই প্রথমবার ভারতের বাইরে গড়ে উঠবে আইআইটি ক্যাম্পাস। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে, আফ্রিকার দেশ তানজানিয়াতে ওপেন হতে চলেছে দেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস। যার দরুণ ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে নতুন পালক যুক্ত হতে চলেছে মাদ্রাজ আইআইটির মুকুটে। কর্তৃপক্ষ জানিয়েছে, তানজানিয়ার আধা স্বয়ংশাসিত অঞ্চল জাঞ্জিবারে খোলা হতে চলেছে ক্যাম্পাসটি।ইতিমধ্যে বিষয়টি পাকা করতে তানজানিয়া সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী জয়শংকর। সেখানে একটি মউ সাক্ষর করেন তিনি। সেই চুক্তি মাফিক অতি দ্রুত ক্যাম্পাস তৈরির কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ শেষ হয়ে গেল কলেজে ভর্তির তারিখ

শুধু তাই নয়,মাদ্রাজ আইআইটির এই আন্তর্জাতিক ক্যাম্পাসে হবে মহিলা পরিচালিত। ক্যাম্পাসের দায়িত্বে থাকবেন প্রতিষ্ঠানের প্রাক্তনী প্রীতি আঘালয়াম। সোমবার সাংবাদিক বৈঠকে গোটা বিষয়টি জানিয়েছেন ডিরেক্টর ভি.কামাকোটি। প্রতিষ্ঠানের তরফে এই খবর মিলতে অত্যন্ত খুশি ছাত্রছাত্রীরা। বিদেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ দিতে চলেছে বলেই জানা যাচ্ছে। যার ফলে পঠনপাঠনরত পড়ুয়াদের জন্য সুখবর।

IIT

Home Breaking E - Paper Video Join