চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

কলকাতায় LIC দপ্তরে কর্মী নিয়োগ, দেখুন আবেদন পদ্ধতি

LIC হাউসিং ফিনান্স লিমিটেড লোক নিয়োগ করছে। পশ্চিমবঙ্গের কলকাতা সহ দেশের পাঁচটি শহরে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন।

পদের নাম- CSR
শূন্যপদ- ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে ৫৫% নম্বর সহ সোশ্যাল ওয়ার্ক/ রুরাল ম্যানেজমেন্ট নিয়ে স্নাকোত্তর করে থাকতে হবে। ডিসটেন্স, পার্ট টাইম এবং করেসপন্ডেন্স থেকে ডিগ্রি করে থাকলে তা গ্রাহ্য করা হবে না। লাইফ সাইকেল ম্যানেজম্যান্ট নিয়ে প্রজেক্ট, মনিটরিং এবং ইভ্যালুয়েশন নিয়ে প্রজেক্ট করার অন্ততপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২৩ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

নিয়োগের স্থান- কলকাতা, দিল্লি,ব্যাঙ্গালোর, ভোপাল, মুম্বাই।

নির্বাচন পদ্ধতি- যোগ্য এবং সংক্ষিপ্ত তালিকা ভুক্ত প্রার্থীদেরকে অনলাইনে একটা টেস্ট দিতে হবে। অনলাইন টেস্টের উপর ভিত্তি করে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। অনলাইন টেস্ট এবং ইন্টারভিউ উপর ভিত্তি করে ফাইনাল রাউন্ডে প্রার্থী নির্বাচিত হবে। আগ্রহী প্রার্থীরা তাদের বায়ো-ডাটা সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করে www.lichousing.com এই ওয়েবসাইটে পাঠাতে হবে। আগ্রহী প্রার্থীদের অ্যাপ্লিকেশনটি ০৭/০৬/২০২১ তারিখের আগে পৌঁছতে হবে।

Official Notificatioin

Leave a Comment

Home Breaking E - Paper Video Join