চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

মাধ্যমিকের পর্ষদের টেস্ট পেপার প্রকাশিত হলো, কবে থেকে পাবে পড়ুয়ারা?

অবশেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো পর্ষদের মাধ্যমিক টেস্ট পেপার। এবার প্রশ্ন হলো পর্ষদের এই টেস্ট পেপার পড়ুয়াদের হাতে কবে আসবে? এখনও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে পড়ুয়াদের। পর্ষদ সূত্রে খবর, আগামী ১৬ ডিসেম্বর থেকে মাধ্যমিক টেস্ট পেপার বিতরণ শুরু হবে।

এতদিন ধরে স্কুল শিক্ষক ও শিক্ষিকারা অভিযোগ করে এসেছেন যে প্রতিবছর পর্ষদের টেস্ট পেপার যখন প্রকাশ হয় তখন মাধ্যমিক পরীক্ষা প্রায় কাছাকাছি চলে আসে। এইবার শিক্ষক-শিক্ষিকাদের সেই অভিযোগ মাথায় রেখে নির্ধারিত সময়ের আগেই প্রকাশিত হল পর্ষদের মাধ্যমিক টেস্ট পেপার। তবে বিগত বছরগুলির তুলনায় মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার অনেকটা আগেই প্রকাশিত হয়েছে। গত বছর যেমন মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি থেকে আর পর্ষদের টেস্ট পেপার প্রকাশ ও বিলি হয়ে ছাত্রদের হাতে পৌঁছায় জানুয়ারির ১০ তারিখ, যে কারণে পড়ুয়ারা বেশ অসুবিধায় পড়ে ও টেস্ট পেপার শেষ করার সুযোগই পায় না। এবছর‌ যাতে সেই এক সমস্যা না হয় সেই কারণে কিছুটা আগেভাগেই টেস্ট পেপার প্রকাশ করে পর্ষদ।

মাধ্যমিক ২০২৫ সব বিষয়ের সাজেশন ডাউনলোড

মধ্যশিক্ষা পর্ষদের একজন আধিকারিক টেস্ট পেপারের বিনামূল্যে বিতরণ প্রসঙ্গে জানান, ‘আমরা সব সময় চেষ্টা করি ছাত্র-ছাত্রীদের হাতে দ্রুত টেস্ট পেপার বিনামূল্যে তুলে দেওয়ার। এ বছর সেই কাজ আমরা অনেকটাই দ্রুত করতে পেরেছি এবং ১৬ ডিসেম্বর থেকে পড়ুয়াদের কাছে এই টেস্ট পেপার পৌঁছে যাবে। চলতি মাসের মধ্যেই সমস্ত পড়ুয়া টেস্ট পেপার পেয়ে যাবে বলে আমরা আশাবাদী।’

প্রসঙ্গত, এই বছর ৩ লক্ষ ২০ হাজার টেস্ট পেপারের ছাপানোর কাজ শেষ হয়ে গেছে, এখন শুধু টেস্ট পেপার বাঁধাইয়ের কাজ বাকি। পর্ষদের তরফ থেকে বলা হয়েছে, ‘আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলে আর‌ও এক বার খুঁটিয়ে দেখে বাঁধাইয়ের জন্য যাবে। সেই সময়টুকুই যা লাগবে আমাদের। ছাপানোর কাজ সম্পন্ন হয়েছে।’

Home Breaking E - Paper Video Join