চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

বদলে গেল বোর্ডের সিলেবাস! দেখে নিন এবার থেকে কি কি পড়তে হবে পড়ুয়াদের

জাতীয় শিক্ষা নীতি (NEP) 2020 অনুসারে দেশের শিক্ষা ব্যবস্থায় একাধিক পরিবর্তন আসছে। জাতীয় শিক্ষা নীতি বলে, পাঠ্যক্রমের বোঝা হ্রাস করে পড়ুয়াদের অভিজ্ঞতামূলক শিক্ষার বিকাশে জোর দিতে। আর সেই পথ অনুসরণ করেই এবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) এর তরফে পাঠ্যক্রমে বদল আনা হয়েছে। নতুন করে সংস্কার করা হয়েছে সিলেবাস কাঠামো। আর এই পাঠ্যক্রম সংক্রান্ত তথ্য সম্প্রতি প্রকাশ করেছে সিবিএসই (CBSE) বোর্ড।

সিবিএসই (CBSE) বোর্ডের নতুন সিলেবাস কাঠামোয় পাঠ্যবইয়ের বেশ কিছু অধ্যায়কে সম্পূর্ণ বাদ না দিয়ে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে। তবে সিলেবাস ২৫ থেকে ৩০ শতাংশ কমানো হয়েছে। বেশি জোর দেওয়া হয়েছে দক্ষতা ভিত্তিক প্রশ্নে। সূত্রের খবর, নবম ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমে বদল আনা হয়নি। এছাড়া ইউনিট ভিত্তিক নম্বর, প্রশ্নের ধরণ একই রয়েছে। রসায়নে সলিড টেস্ট ইউনিট ওয়ান সংযুক্ত করা হয়েছে ও ‘পলিমার ও পলিমেরাইজেশন’ অধ্যায়টি পনেরো ইউনিটে সংযুক্ত করা হয়েছে। বাদ গিয়েছে ‘সায়ানাইডস এবং আইসোসায়ানাইডস’। দশম শ্রেণীর ইংরেজি, সোশ্যাল স্টাডিজ, ও বিজ্ঞান বিষয়ে বেশ কিছু বদল আনা হয়েছে। ইংরেজিতে যুক্ত করা হয়েছে ‘ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন’ নামের একটি বই। আর বিজ্ঞানে সংযুক্ত হয়েছে ‘ব্যবহারিক দক্ষতার মূল্যায়ন’ নামক নতুন বইটি।

আরও পড়ুনঃ কি বদল আনতে চলেছে জাতীয় শিক্ষা নীতি

রসায়নের মোট প্র্যাকটিকালের সংখ্যায় পরিবর্তন এসেছে। বাদ গিয়েছে প্র্যাকটিকালের বেশ কিছু অংশ। পদার্থবিদ্যায় বেশ কিছু প্র্যাকটিকাল বাদ দেওয়া হলেও সব মিলিয়ে মোট প্র্যাকটিকালের সংখ্যা বেড়েছে। রাষ্ট্রবিজ্ঞানে বাদ গিয়েছে বেশ কিছু অধ্যায়। একাদশ শ্রেণীর পাঠ্যক্রমে থিওরি অংশ অপরিবর্তিত রেখে প্র্যাকটিকালের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সূত্রের খবর, দশম ও দ্বাদশ শ্রেণীতে বছরের শেষে একটি পরীক্ষা আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিলেবাস

Home Breaking E - Paper Video Join