চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

নবান্ন স্কলারশিপ ২০২৫: মাধ্যমিক পাশে নবান্ন স্কলারশিপে আবেদন শুরু, বার্ষিক ১০,০০০ টাকা দেবে সরকার!

Exam Bangla

নবান্ন স্কলারশিপ ২০২৫: রাজ্যের পিছিয়ে পড়া পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের যাতে অর্থের অভাবে যাতে লেখা পড়া বন্ধ না হয়ে যায়, সেই উদ্যোগে কেন্দ্র এবং রাজ্য সরকার গুলি বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে থাকে। সম্প্রতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন স্কলারশিপ প্রকল্পে আবেদন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু করা বিভিন্ন প্রকল্প এবং স্কলারশিপ এর মধ্যে অন্যতম হলো নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপের আবেদন পদ্ধতি এবং আবেদনের বিভিন্ন যোগ্যতা সম্পর্কে সঠিক তথ্য বিস্তারিত জানতে শেষ পর্যন্ত করুন আজকের প্রতিবেদনটি।

নবান্ন স্কলারশিপ ২০২৫:

২০২৫ সালের ছাত্রছাত্রীদের জন্য নবান্ন স্কলারশিপ এর আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। এই বছর যারা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন, তারা এই স্কলারশিপ প্রকল্পে আবেদন জানাতে পারেন। পশ্চিমবঙ্গ রাজ্যের দরিদ্র পরিবারের মধ্যে থেকে মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষায় যাতে কোনরকম সমস্যা না হয়, তার জন্যই এই প্রকল্প শুরু হয়েছে রাজ্য সরকারের তরফে। বর্তমানে অনলাইন এবং অফলাইন উভয়ের মাধ্যমেই নবান্ন স্কলারশিপে আবেদন জানানো যাচ্ছে।

নবান্ন স্কলারশিপ ২০২৫ -এর সুযোগ সুবিধা

পশ্চিমবঙ্গ রাজ্যের নবান্ন স্কলারশিপ এর মাধ্যমে রাজ্যের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সাধারণ গ্রাজুয়েশন কোর্স, পেশাগত গ্রাজুয়েশন কোর্স যেমন- চিকিৎসা, নার্সিং, ফার্মেসি, ইঞ্জিনিয়ারিং, আইন, পলিটেকনিক বা পোস্ট গ্রাজুয়েশনের সঙ্গে যুক্ত ছাত্র-ছাত্রীদের আর্থিকভাবে সহায়তা করা হয়। এক্ষেত্রে-

  • মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কিংবা সাধারণ গ্রাজুয়েশন কোর্সের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীরা বার্ষিক ১০,০০০/- টাকা,
  • পেশাগত গ্রাজুয়েশন কোর্সের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীরা বার্ষিক ১২,০০০/- টাকা পেয়ে থাকেন।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাশে সেরা ৫ টি স্কলারশিপ

নবান্ন স্কলারশিপ আবেদনের শর্ত:

১) ছাত্র ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য কোন রাজ্য থেকে এই প্রকল্পে আবেদন করা যাবে না।

২) আবেদনকারী প্রতিটি ছাত্র-ছাত্রীকে বোর্ডের পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে।

৩) ছাত্র ছাত্রীর পারিবারিক বার্ষিক আয় ১ লক্ষ ৬০ হাজার টাকার মধ্যে হতে হবে।

৪) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের কেন্দ্র ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ এর জন্য আবেদন জানাতে পারেন।

প্রতিদিন চাকরি খবরের আপডেট পেতে আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন 👇👇

আবেদন পদ্ধতি

অনলাইন পদ্ধতি- সম্পূর্ণ অনলাইন মাধ্যমে cmrf.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে প্রতিটি ছাত্রছাত্রী নিজেদের নামে আবেদন করতে পারবে। অনলাইন মাধ্যমে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করতে হবে।

অফলাইন পদ্ধতি- এই স্কলারশিপে অফলাইন মাধ্যমেও নবান্নের অফিসে গিয়ে অফলাইন মাধ্যমেও আবেদনপত্র জমা করা যায়। এর জন্য অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট থেকে অফলাইনে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিতে হবে। এরপর যথাযথ তথ্যের সাথে আবেদন পত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে একত্রিত করে নিতে হবে। সবশেষে কলকাতায় অবস্থিত নবান্নের অফিসে গিয়ে আবেদন পত্র এবং প্রয়োজনীয় নথি গুলি জমা করে দিতে হবে।

আরও পড়ুনঃ রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১

প্রয়োজনীয় নথিপত্র

১) আধার কার্ড,
২) পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র,
৩) জন্মের সার্টিফিকেট,
৪) মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট,
৫) বয়সের প্রমাণপত্র,
৬) রঙিন পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি।

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join