চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

NEP 2020 Draft: একাদশ, দ্বাদশে থাকবে না সায়েন্স, আর্টস ও কমার্স! বড় পরিবর্তন প্রাথমিকেও

জাতীয় শিক্ষা নীতি (NEP) অনুসারে দেশের শিক্ষা ব্যবস্থার যে আমূল পরিবর্তন আসবে সে কথা আগেই জানা গিয়েছিল। এবার জাতীয় শিক্ষানীতি ২০২০ তথা NEP -এর অধীনস্থ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক (NCF) শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত নয়া প্রস্তাব প্রকাশ করলো।

বৃহস্পতিবার প্রকাশ হওয়া খসড়ায় বেশ কিছু নয়া প্রস্তাব রেখেছে শিক্ষা মন্ত্রক। এই খসড়ায় বলা হয়েছে, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে দুটি টার্মে পরীক্ষা নেওয়া হবে। এই ব্যবস্থাকে বলা হচ্ছে ‘মডিউলার বোর্ড একজাম’। তবে নবম ও দশম শ্রেণীর জন্য এই পরীক্ষা পদ্ধতিকে অপ্রয়োজনীয় বলে উল্লেখ করা হয়েছে খসড়ায়। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চার বছরের মধ্যে ৪০টি বিষয়ের পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। এর মধ্যে কিছু পরীক্ষা নেবে বোর্ড ও বাকি পরীক্ষা নেবে স্কুল। সংশ্লিষ্ট পরীক্ষাগুলিতে পাওয়া নম্বরের ভিত্তিতে বোর্ডের পরীক্ষার মূল্যায়ন হবে।

আরও পড়ুনঃ পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যে দশ হাজার চাকরি

প্রসঙ্গত, নতুন শিক্ষানীতি (NEP) -তে ১০+২ কাঠামোর পরিবর্তে আনা হবে ৫+৩+৩+৪ পদ্ধতি। সূত্রের খবর, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চার বছরের কোর্সটি হবে ‘মাল্টি ডিসিপ্লিনারি’। অর্থাৎ, পড়ুয়ারা তাঁদের নিজেদের পছন্দের বিষয় বেছে নিতে পারবেন। এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সায়েন্স, আর্টস ও কমার্স এই তিনটি বিভাগ তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তার বদলে বিষয়ভিত্তিক আটটি ক্ষেত্রের ১৬টি পছন্দ ভিত্তিক কোর্সের কথা উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, আগামী বছর থেকে এনসিএফ এর কাঠামো মেনে পাঠ্যবই প্রকাশ করা হবে। প্রাক্তন ইসরো কর্তা কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গনের নেতৃত্বাধীন বিশেষ কমিটি এই খসড়াটি প্রকাশ করেছে। ইতিমধ্যে এই খসড়া প্রকাশের সাথে সাথেই আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

NEP

Home Breaking E - Paper Video Join