চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

National Scholarship 2025: কেন্দ্রীয় স্কলারশিপ প্রোগ্রামে এবার পাবেন ৫০০০০ টাকার বৃত্তি, মাধ্যমিক পাশে আবেদন শুরু

Exam Bangla

National Scholarship 2025: কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতি বছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ বা মেধাবৃত্তি দেওয়া হয়। মূলত দেশের সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্যই এই দুর্দান্ত প্রোগ্রাম শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এই স্কলারশিপ প্রোগ্রাম এর নাম হল- ন্যাশনাল স্কলারশিপ। ২০২৫ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উত্তেজনা ছাত্রছাত্রীদের জন্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে আবেদন গ্রহণ শুরু হয়ে গেল। কোন কোন যোগ্যতায় আবেদন জানাতে পারবেন? কবে থেকে আবেদন শুরু হচ্ছে? কিভাবে আবেদন জানাতে হবে? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর থাকবে আজকের প্রতিবেদনে।

National Scholarship 2025

২০২৫ সালে রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি স্কলারশিপ প্রকল্প চালু রয়েছে। এই সমস্ত স্কলারশিপ গুলি নিয়ে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। তবে এবারের কেন্দ্র সরকারের জনপ্রিয় স্কলারশিপ প্রোগ্রাম ন্যাশনাল স্কলারশিপ সম্পর্কে ছাত্র-ছাত্রীদের জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্কলারশিপ এর মাধ্যমে বার্ষিক ১০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত মেধাবৃত্তি পাওয়া যায়। এর ফলে মাধ্যমিক উচ্চমাধ্যমিক কিংবা গ্রাজুয়েশন স্তরে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করছেন, তাদের পারিবারিক আর্থিক অবস্থা দুর্বল হওয়া সত্ত্বেও উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হয়।

স্কলারশিপ এর শ্রেণীবিভাগ

কেন্দ্রীয় সরকারের এই জনপ্রিয় স্কলারশিপটি মূলত তিনটি ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে-

  • প্রি ম্যাট্রিক স্কলারশিপ- অর্থাৎ মাধ্যমিকের আগে ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে।
  • পোস্ট ম্যাট্রিক্স স্কলারশিপ- মাধ্যমিক উত্তেজনা ছাত্রছাত্রীরা পোস্ট ম্যাট্রিক্স স্কলারশিপ বা উচ্চমাধ্যমিকের জন্য স্কলারশিপ দিতে আবেদন জানাতে পারেন।
  • মেরিট স্কলারশিপ- মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার অগ্রগতির জন্য এই স্কলারশিপ দেওয়া হয়।

বিকাশ ভবন স্কলারশিপে আবেদন শুরু- Apply Now

প্রদত্ত বৃত্তির পরিমাণ (National Scholarship 2025)

কেন্দ্রীয় সরকারের National Scholarship 2025 এর মাধ্যমে প্রতিবছর ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় ছাত্র-ছাত্রীদের। মূলত দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের এই স্কলারশিপ প্রকল্প। ন্যাশনাল স্কলারশিপ এর বৃত্তির পরিমাণ মূলত নির্ভর করে ছাত্র-ছাত্রী কোন ক্লাসে পড়ছেন তার ওপর। এর পাশাপাশি কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কোন কোর্স নিয়ে ভর্তি হয়েছেন, সেই কোর্সের জন্য প্রয়োজনীয় ক্যাটাগরি অনুযায়ী আর্থিক সহায়তা পেয়ে থাকেন ছাত্র-ছাত্রীরা।

পশ্চিমবঙ্গের Oasis Scholarship এ আবেদন শুরু-Apply Now

National Scholarship 2025 এ আবেদনের যোগ্যতা

১) আবেদনকারী ছাত্র-ছাত্রীকে ভারতবর্ষের যে কোন রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) স্বীকৃত বিদ্যালয় অথবা কলেজে যে কোন বিষয় নিয়ে ভর্তি হলেই ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন। অর্থাৎ ২০২৫ সালের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য ন্যাশনাল স্কলারশিপ এ বর্তমানে আবেদনের সুযোগ রয়েছে।

৩) আবেদনকারী ছাত্র-ছাত্রীর পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।

৪) এর পাশাপাশি শেষ পরীক্ষায় ন্যূনতম ৫০% বা তার বেশি নম্বর পেলে এই স্কলারশিপে আবেদন জানানো যাবে। অর্থাৎ এই বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা ন্যূনতম ৫০% নম্বরের সাথে পাশ করেছেন, তারা সকলেই এই স্কলারশিপের আবেদন জানাতে পারবেন।

LIC Scholarship 2025: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য বার্ষিক ১৫০০০ টাকার বৃত্তি- Apply Now

স্কলারশিপ সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇

আবেদন পদ্ধতি

  1. কেন্দ্রীয় সরকারের National Scholarship 2025 পোর্টালে গিয়ে প্রতিটি ইচ্ছুক ছাত্রছাত্রীকে অনলাইন মাধ্যমে আবেদন পত্র পূরণ করে জমা করতে হয়।
  2. ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে থাকা ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা OTR অপশনে গিয়ে প্রথমে ছাত্রছাত্রীর আধার ভেরিফিকেশনের মাধ্যমে একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  3. এরপর ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ডের সাহায্যে লগইন করে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
  4. অবশ্যই সঠিক তথ্যের সাথে বারে বারে মিলিয়ে আবেদন পত্রটি পূরণ করে, প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করে দিতে হবে।
  5. সম্পূর্ণ আবেদন হয়ে গেলে স্কলারশিপের স্ট্যাটাস চেক অপশনে গিয়ে ছাত্র-ছাত্রীরা বর্তমান স্থিতি সম্পর্কে জানতে পারবে।

কতদিন পর্যন্ত আবেদন জানানো যাবে?

বর্তমানে ২০২৫ সালের ছাত্রছাত্রীদের জন্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এর মাধ্যমে আবেদন গ্রহণ করা হচ্ছে। প্রতিটি ইচ্ছুক ছাত্র-ছাত্রী, যারা ২০২৫ এর পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করেছেন তাদের জন্য বর্তমানে কলেজে ভর্তির সময়সীমাও বলে দেওয়া হয়েছে। একবার পরবর্তী পড়াশোনার জন্য কলেজ এবং বিদ্যালয়ে ভর্তি হয়ে গেলে ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ এ আবেদন জানাতে পারবেন। তবে প্রত্যেক বছর দীর্ঘ ছয় মাস পর্যন্ত এই স্কলারশিপের পোর্টাল খোলা থাকে। এই বছরেও প্রতিটি ছাত্রছাত্রীকে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যেই এই স্কলারশিপ এ আবেদন জানিয়ে দিতে হবে।

Apply Now: Click Here

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join