চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

JEE Main Answer Key | প্রকাশিত হলো JEE Main পরীক্ষার চূড়ান্ত অ্যানসার কি!

সম্প্রতি সম্পন্ন হয়েছে জেইই মেন ২০২৩ সেশন ১ এর পরীক্ষা। সংশ্লিষ্ট পরীক্ষার আয়োজনে ছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সারা দেশের ২৯০ টি শহর সহ দেশের বাইরে ১৮ টি শহরে পরীক্ষার আয়োজন করা হয়েছিল। আর এবার জেইই মেন পরীক্ষার পেপার ১ বিই ও বিটেক এর ‘ফাইনাল অ্যানসার কি’ প্রকাশ করেছে সংস্থা। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা (jeemain.nta.nic.in) ওয়েবসাইটে গিয়ে তা দেখে আসতে পারবেন।

ফাইনাল অ্যানসার কি চেক করবেন কিভাবে?

১) জেইই মেন সেশন ১ পরীক্ষার ফাইনাল অ্যানসার কি চেক করার জন্য পরীক্ষার্থীদের প্রথমে (jeemain.nta.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর হোমপেজে ‘JEE Main (2023) Final answer keys paper 1’ লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৩) এবার জেইই মেন পরীক্ষার ‘ফাইনাল অ্যানসার কি’ স্ক্রিনে দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
৪) এরপর সংশ্লিষ্ট অ্যানসার কি সঠিকভাবে চেক করে নিতে হবে পরীক্ষার্থীদের।
৫) এরপর চাইলে ‘ফাইনাল অ্যানসার কি’ টি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন পরীক্ষার্থীরা।

চাকরির খবরঃ রাজ্যের কলকাতা পৌরসভায় কর্মী নিয়োগ

 

FB Join

জানুয়ারির ২৪ তারিখ থেকে শুরু হয়েছিল জেইই মেন সেশন ১ এর পরীক্ষা। পরীক্ষা আয়োজিত হয়েছিল ২৪, ২৫, ২৯, ৩০, ৩১, জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি নাগাদ। এর আগে পরীক্ষার প্রভিশনাল ‘অ্যানসার কি’ প্রকাশ করে পরীক্ষার্থীদের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হয়েছিল। আর এবার বিষয়গুলির পর্যালোচনা সেরে ‘ফাইনাল অ্যানসার কি’ প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত, পরীক্ষার্থীরা জেইই মেন সংক্রান্ত বিস্তারিত জানতে পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটিতে অবশ্যই নজর রাখবেন।

Home Breaking E - Paper Video Join