চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

NTA | প্রকাশ হলো UGC NET পরীক্ষার দিনক্ষণ! কবে কোন পরীক্ষা? জানুন বিস্তারিত

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এর তরফে ইউজিসি নেট পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে মোট ৮৩ টি বিষয়ের মধ্যে ৫৭টি বিষয়ের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে এনটিএ। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে (ugcnet.nta.nic.in) এ গিয়ে পরীক্ষার দিনক্ষণ দেখে আসতে পারবেন।

ইউজিসি নেট পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। মূলত বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে সহকারী অধ্যাপক এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপের ক্ষেত্রে একটি যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা হলো এটি। এর আগে জানানো হয়েছিল ইউজিসি নেটের ২০২২ সালের ডিসেম্বর পর্বের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ২০২৩ এর ২১শে ফেব্রুয়ারি থেকে ১০ই মার্চ পর্যন্ত। পরীক্ষাটি নেওয়া হবে মোট ৮৩টি বিষয়ের উপরে। সম্প্রতি এনটিএ জানিয়েছে মোট ৫৭টি বিষয়ের ইউজিসি নেট পরীক্ষা চলবে ফেব্রুয়ারি মাসের ২১, ২২, ২৩, ২৪ তারিখ নাগাদ। এছাড়া পরীক্ষার অ্যাডমিট কার্ড সহ বাকি পরীক্ষার সময়সূচি শীঘ্রই প্রকাশ করা হবে।

চাকরির খবরঃ কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

FB Join

জানানো হয়েছে, অতি শীঘ্রই প্রকাশ পাবে ‘সিটি ইন্টিমেশন স্লিপ’। যার দ্বারা নিজেদের পরীক্ষা কেন্দ্র সম্পর্কে বিশদে জানতে পারবেন পরীক্ষার্থীরা। প্রসঙ্গত, পরীক্ষা সংক্রান্ত কোনোও জিজ্ঞাস্য থাকলে প্রার্থীরা (ugcnet@nta.ac.in) এ মেল করতে পারেন। এছাড়া এ বিষয়ে যাবতীয় জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন পরীক্ষার্থীরা।

Home Breaking E - Paper Video Join