চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

পশ্চিমবঙ্গের Oasis Scholarship এ আবেদন শুরু, মাধ্যমিক পাস করলেই মিলবে ২০০০০ টাকার বৃত্তি!

Exam Bangla

Oasis Scholarship 2025: পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুখবর! বিশেষত মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য এবার নতুন স্কলারশিপ শুরু করল রাজ্য সরকার। মাধ্যমিক পাশ করলেই এবার সরাসরি হাতে পাবেন ২০,০০০ টাকার স্কলারশিপ। বাংলায় প্রচলিত স্কলারশিপ স্কিমগুলির মধ্যে অন্যতম হল ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship)। পড়ুয়াদের উচ্চশিক্ষায় যাতে আর্থিক প্রতিকূলতা বাধা হয়ে না দাঁড়ায়, সেই উদ্দেশ্যে এই স্কলারশিপ স্কিম চালু করা হয়েছে। প্রতিবছরের মত এই বছরেও অনলাইন মাধ্যমেই এই স্কলারশিপ এ আবেদন জানাতে পারবেন ছাত্র-ছাত্রীরা। কবে থেকে আবেদন শুরু হচ্ছে? কারা আবেদন জানাতে পারবেন? সঠিক আবেদন পদ্ধতি কী রয়েছে? ইতালি সমস্ত তথ্যের বিস্তারিতভাবে আলোচনা রইলো আজকের প্রতিবেদনে।

ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship)

পশ্চিমবঙ্গের সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করা ছাত্র-ছাত্রীদের জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষের Oasis Scholarship এ আবেদন প্রক্রিয়া শুরু করা হল। পশ্চিমবঙ্গ রাজ্যে চালু থাকা একাধিক স্কলারশিপ এর মধ্যে অন্যতম জনপ্রিয় এই স্কলারশিপ। পশ্চিমবঙ্গ সরকারের শ্রেণী কল্যাণ উন্নয়ন দপ্তরের অধীনে ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হয়। এই স্কলারশিপ এ মোট তিন পর্যায়ে বৃত্তি প্রদান করা হয়- প্রি-ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক ও স্নাতক। Oasis স্কলারশিপ এর মাধ্যমে তিনটি ক্যাটাগরি অনুসারে প্রতিবছর ন্যূনতম ৫০০০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০০ টাকা পর্যন্ত মেধাবৃত্তি পেয়ে থাকেন ছাত্র-ছাত্রীরা।

কাদের জন্য Oasis Scolarship?

  • পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে ‘ওয়েসিস স্কলারশিপ’ (Oasis Scholarship)।
  • তফশিলি জাতি (SC), তফশিলি উপজাতি বা আদিবাসী (ST), ও ওবিসি (OBC) সম্প্রদায়ভুক্ত পড়ুয়ারা এই বৃত্তির জন্য আবেদন জানাতে পারবেন।
  • সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই স্কলারশিপ এ আবেদন জানানোর জন্য নির্দিষ্ট পরিমাণ কোন নম্বর পেতে হয় না। পূর্ববর্তী পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকে অন্ততপক্ষে পাশ নম্বর পেয়ে পাশ করলেই ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপ এ আবেদন জানাতে পারবেন।
  • তবে এক্ষেত্রে শুধুমাত্র উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী পড়াশোনার জন্য ভর্তি হতে হবে আবেদনকারী পড়ুয়াকে।
  • এক্ষেত্রে পড়ুয়ার পারিবারিক বাৎসরিক আয় হতে হবে ২ লক্ষ টাকার কম।
  • এর পাশাপাশি স্কলারশিপের টাকা পাওয়ার জন্য পড়ুয়ার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। এছাড়াও আবেদনকারীর আধার কার্ডের সঙ্গে কাজ সার্টিফিকেটের নাম হুবহু এক হতে হবে।

বিকাশ ভবন স্কলারশিপে আবেদন শুরু- Apply Now

আবেদন পদ্ধতি

➡ ওয়েসিস স্কলারশিপে আবেদন জানাতে হলে আবেদনকারী পড়ুয়াকে www.oasis.gov.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
➡ সাইটে থাকা ‘স্টুডেন্ট রেজিস্ট্রেশন’ অপশনে ক্লিক করে তার জেলার নাম সিলেক্ট করে সাবমিট করতে হবে।
➡ এরপর কাস্ট সার্টিফিকেট নম্বর-সহ যা যা তথ্য চাওয়া হয়েছে, সেগুলি সঠিকভাবে পূরণ করতে হবে।
➡ ব্যাক্তিগত বিভিন্ন তথ্য শূন্যস্থানে পূরণ করতে হবে, কোর্স সম্পর্কিত তথ্য দিতে হবে ও প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
➡ সমস্ত ধাপ পূরণ করা হলে ‘Save & Proceed’ অপশনে ক্লিক করতে হবে। সম্পূর্ণ এপ্লিকেশনের পর পাওয়া আইডি দিয়ে স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে পারবেন।

LIC Scholarship 2025: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য বার্ষিক ১৫০০০ টাকার বৃত্তি- Apply Now

স্কলারশিপ সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇

প্রয়োজনীয় ডকুমেন্টস

◉ কাস্ট সার্টিফিকেট,
◉ পারিবারিক আয়ের সার্টিফিকেট,
◉ জন্ম প্রমাণপত্র,
◉ আধার কার্ড,
◉ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মার্কশিট,
◉ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ইত্যাদি।

প্রথম শ্রেণী থেকে পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত পাবেন বার্ষিক ২৫,০০০ টাকার স্কলারশিপApply Now

এই স্কলারশিপের আবেদনের সময় ব্যবহৃত সমস্ত প্রয়োজনীয় নথি গুলির হার্ড কপি ব্লক অফিস/সাব-ডিভিশন অফিস/ডিডব্লিউও কলকাতার অফিসে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জমা করে আসতে হবে। এই স্কলারশিপে আবেদন জানানোর সময় যাবতীয় নিয়মাবলী আবেদনের আগে অবশ্যই ভালো করে পড়ে নেবেন।

Daily Job Update: Click Here

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join