চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

৯- ১২ ক্লাসের মেয়েরা পাবে ২০ হাজার টাকা, আবেদন করতে হবে এই স্কলারশিপে

Exam Bangla

ক্লাস ৯ থেকে উচ্চ মাধ্যমিকের ছাত্রীদের জন্য ২০ হাজার টাকা স্কলারশিপ পাওয়ার সুযোগ দিচ্ছে এই স্কলারশিপ। দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সরকারি ও বেসরকারি নানা সংস্থা থেকে স্কলারশিপ দেওয়া হয়ে থাকে যাতে তারা নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারে। সম্প্রতি ২০২৪-২৫ ওমরন হেল্থ কেয়ার স্কলারশিপ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে ক্লাস ৯- ১২ এর মেয়ে ছাত্রীদের বছরে একবার স্কলারশিপ দেওয়া হবে। এই স্কলারশিপে আবেদন করার যোগ্যতা এবং টাকার পরিমাণ ইত্যাদি বিশদে জানতে প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।

স্কলারশিপের নাম- ওমরন হেল্থ কেয়ার স্কলারশিপ।

স্কলারশিপে পাওয়া টাকার পরিমান- ২০ হাজার টাকা।

আবেদনের যোগ্যতা-
১। ক্লাস ৯-১২ এর মেয়েরা এই স্কলারশিপে আবেদন করার যোগ্য।
২। ছাত্রীদের অবশ্যই পূর্ববর্তী বছরে ৭৫ শতাংশ নাম্বার পেতে হবে। ‌
৩। আবেদনকারী ছাত্রীদের পারিবারিক ইনকাম বার্ষিক ৮ লক্ষ টাকার কম হতে হবে।

উচ্চ মাধ্যমিক পাশে মেয়েদের জন্য দুর্দান্ত স্কলারশিপ

স্কলারশিপে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট- অনলাইনে আবেদন করবার জন্য কতগুলি ডকুমেন্ট আপলোড করতে হবে প্রার্থীদের, সেগুলি হল-
১। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ।
২। আধার কার্ড (উভয় দিক)
৩। গত বছরের মার্কশিট।
৪। ভর্তি ফি এর রিসিপ্ট।
৫। স্টুডেন্ট আইডি প্রুফ।
৬। পারিবারিক আয়ের শংসাপত্র
৭। ব্যাংকের পাসবুক
৬। এছাড়া যদি কারোর কোনরকম শারীরিক অক্ষমতা বা কোনরকম ডিভোর্স ফাইল বা এফিডেভিট থাকে তার ডকুমেন্ট জমা দিতে হবে।

কীভাবে আবেদন করবেন? অনলাইনের মাধ্যমে স্কলারশিপে আবেদন করতে হবে।
১। প্রথমে নীচে দেওয়া Apply Now বটনে ক্লিক করুন।
২। তারপর Buddy4Study তে লগইন করুন ও নিজের রেজিস্টার আইডি দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পেজটি খুলুন।
৩। এরপর স্টার্ট এপ্লিকেশন বটনে ক্লিক করুন এবং যাবতীয় তথ্য দিন। এরপর ট্রামস এন্ড কন্ডিশন একসেপ্ট করুন ও প্রিভিউ এ ক্লিক করুন।
৪। সবকিছু ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা চেক হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন পত্রটি জমা করে দিন।

আবেদনের শেষ তারিখ- ১০ ই জানুয়ারি ২০২৫।

Apply Now

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join