চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

PNB Housing Finance Scholarship: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য শুরু হল নতুন স্কলারশিপ, বৃত্তি ৪০০০০ টাকা

Exam Bangla

PNB Housing Finance Scholarship: বিভিন্ন দরিদ্র পরিবার থেকেও বিপুল পরিমাণে মেধাবী শিক্ষার্থীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন। সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের যাতে টাকার অভাবে উচ্চশিক্ষার স্বপ্ন থেমে না যায়, তার জন্যই বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থার তরফে একাধিক স্কলারশিপ এর ব্যবস্থা করা হয়ে থাকে। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব PNB স্কলারশিপ বা PNB হাউজিং ফাইন্যান্স স্কলারশিপ ২০২৫-এর বিষয়ে। কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই স্কলারশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা বার্ষিক ৪০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন। EXAM BANGLA র তরফে এই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

PNB Housing Finance Scholarship 2025

এই স্কলারশিপটি প্রদান করা হয় PNB হাউজিং ফাইন্যান্সের তরফে। সারা দেশের সমস্ত রাজ্যের যে কোনো ছাত্রছাত্রী এই স্কলারশিপে অংশ নিতে পারবেন। তবে আবেদন জানানোর আগে জেনে নিতে হবে স্কলারশিপের আবেদন যোগ্যতা সম্বন্ধে।

স্কলারশিপে আবেদনের যোগ্যতা

১) এই স্কলারশিপ এ আবেদনে ইচ্ছুক শিক্ষার্থীর মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৬০ শতাংশ, উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৬০ শতাংশ এবং ডিপ্লোমা কোর্সে পাঠরত হলে সংশ্লিষ্ট পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
২) আবেদনকারীর নিজের নামের বৈধ ব্যাংক একাউন্ট থাকতে হবে।
৩) আবেদনকারীকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। এক্ষেত্রে দেশের যে কোন রাজ্য থেকে পড়ুয়ারা আবেদন জানাতে পারবে।
৪) PNB স্কলারশিপে আবেদন জানাতে হলে প্রার্থীর পারিবারিক বার্ষিক আয় হতে হবে ৩ লক্ষ টাকার নীচে।

LIC Scholarship 2025: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য বার্ষিক ১৫০০০ টাকার বৃত্তি- Apply Now

স্কলারশিপ সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇

PNB PNB Housing Finance Scholarship এর  মাধ্যমে কত বৃত্তি পাবেন?

এই স্কলারশিপ (PNB Housing Finance Scholarship) এ শ্রেণী বাড়ার সঙ্গে সঙ্গে বৃত্তির পরিমাণ বাড়তে থাকে। নবম ও দশম শ্রেণীতে বার্ষিক ১০০০০ টাকা, একাদশ-দ্বাদশ শ্রেণী ও IT ছাত্র ছাত্রীরা বার্ষিক ১২৫০০ টাকা, ডিপ্লোমার ছাত্র-ছাত্রীরা বার্ষিক ২৫০০০ টাকা, আন্ডার গ্র্যাজুয়েট ও MTech কোর্সে ৩০,০০০ টাকা এবং পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ৪০,০০০ টাকা স্কলারশিপ পেয়ে থাকেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে, নবম শ্রেণী থেকে স্নাতক হত্যার পর্যন্ত পড়াশোনার যাবতীয় খরচ এই স্কলারশিপের মাধ্যমেই চালাতে পারেন ছাত্র-ছাত্রীরা।

বিকাশ ভবন স্কলারশিপে আবেদন শুরু- Apply Now

আবেদন পদ্ধতি

  • PNB Housing Finance Scholarship এ আবেদন জানাতে হলে প্রার্থীকে বিদ্যাভারতীর অফিসিয়াল পোর্টালে যেতে হবে।
  • সেই পোর্টালেই রেজিস্ট্রেশন করে আবেদনপত্র পূরণ করতে হবে।
  • ধাপে ধাপে সবকটি কাজ করার পর অনলাইনে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। আবেদনপত্র জমা করার আগে অবশ্যই ভালোভাবে আবেদনটি মিলিয়ে দেখে নিতে হবে।
  • সবশেষে প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করে তবেই আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করতে হবে।

Biswabina Scholarship 2025- Apply Now

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

1) পারিবারিক ইনকাম সার্টিফিকেট,
2) আগের পরীক্ষার রেজাল্ট বা মার্কশিট,
3) স্থায়ী ঠিকানার প্রমাণ,
4) প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণ,
5) পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি।

আবেদনের সময়সীমা

আবেদনে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এর সময়সীমা সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। ২০২৫ সালের ছাত্রছাত্রীদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই স্কলারশিপে আবেদন সেরে ফেলুন।

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join