চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

প্রাথমিকের শিক্ষকদের জন্য আয়োজিত হবে বিশেষ প্রশিক্ষণ শিবির! জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ

রাজ্যের প্রাথমিক শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সম্প্রতি পর্ষদের তরফে জানানো হয়েছে, রাজ্যস্তরের প্রথম শিবিরের আয়োজন হতে চলেছে বাঁকুড়া জেলায়। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ নাগাদ আয়োজন হবে এই শিবির।

রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিটি চক্র থেকে বাছাই করা স্কুলের প্রধান শিক্ষক ও সহ শিক্ষকদের শিবিরে অংশগ্রহণ করতে হবে। গোটা রাজ্যের ৭২৭ টি চক্র থেকে আসবেন শিক্ষক প্রতিনিধিরা। তবে শিবিরে অংশগ্রহণের জন্য প্রয়োজন দশ বছরের অভিজ্ঞতা। অংশগ্রহণের জন্য আবেদন জানাবেন কিভাবে? সে পদ্ধতিও জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেক্ষেত্রে পর্ষদের বিজ্ঞপ্তিতে দেওয়া পোর্টালের লিঙ্কে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে শিক্ষকদের। নাম নথিভুক্তকরণ করা যাবে আগামী ১৫ই মার্চের মধ্যে।

চাকরির খবরঃ মার্চ মাসে ১৫ টি গুরুত্বপূর্ণ চাকরির খবর

join Telegram

জানা যাচ্ছে, প্রশিক্ষণ শিবির আয়োজনের যাবতীয় দায়িত্ব থাকছে বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের হাতে। আর খরচের দায়ভার বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রশিক্ষণ শিবিরের তারিখ সম্বন্ধে এখনও স্পষ্ট করে জানানো হয়নি। সূত্রের খবর, এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

FB Join

Home Breaking E - Paper Video Join