চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

Primary Teacher Recruitment: শিক্ষক নিয়োগের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি প্রকাশ, ২১২৪ জনের চাকরি কি তাহলে নিশ্চিত?

Exam Bangla

Primary Teacher Recruitment: কলকাতা উচ্চ আদালতের নির্দেশ মেনে সম্প্রতি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এর তরফে প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে যোগ্য চাকরিপ্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন বিষয়ে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। ভেরিফিকেশন এর সময়সূচি ও স্থানের বিষয়েও জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে। তাহলে যোগ্য চাকরিপ্রার্থীরা নতুন করে ভেরিফিকেশনের জন্য কোন কোন পদক্ষেপ নেবেন? কোন তারিখে কোথায় চাকরি প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে? এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং পরবর্তী সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জেনে নিতে শেষ পর্যন্ত পড়তে হবে আজকের প্রতিবেদনটি।

ভেরিফিকেশনের জন্য কোন কোন ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে?

প্রতিটি চাকরিপ্রার্থীদের নথি যাচাইয়ের জন্য সমস্ত প্রয়োজনীয় আসল ডকুমেন্টের পাশাপাশি সেই ডকুমেন্টের এটি ফটোকপি সঙ্গে রাখতে হবে। প্রত্যেকটি চাকরিপ্রার্থীকে নিচে দেওয়া প্রত্যেকটি ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন সঙ্গে রাখতে হবে।

  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণ- চাকরিপ্রার্থী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, প্রমাণ হিসাবে মার্কশিট এবং সার্টিফিকেট জমা করতে হবে। এর পাশাপাশি চাকরি প্রার্থীর উচ্চতর যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট নিয়ে যেতে হবে চাকরিপ্রার্থীদের।
  • বয়সের প্রমাণ- বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক পরীক্ষার মার্কশীট অথবা এডমিট কার্ড সঙ্গে রাখতে পারেন।
  • TET পরীক্ষার সার্টিফিকেট- ২০১৭ সালের ১০ ই আগস্ট বা তার আগে টেট পরীক্ষায় পাশ করেছেন, তার প্রমাণ হিসেবে ওই পরীক্ষার সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।
  • ইন-সার্ভিস স্ট্যাটাস এর প্রমাণ- প্রত্যেকটি চাকরিপ্রার্থীদের ইন সার্ভিস রয়েছেন, তার প্রমাণ হিসেবে তাদের নিয়োগ পত্র এবং জয়েনিং রিপোর্ট জমা দিতে হবে। এর পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের তরফে ইস্যু করা চাকরির সার্টিফিকেট এবং স্কুলের জন্য NOC ও স্বীকৃতির সার্টিফিকেট প্রয়োজন হবে। এছাড়াও মাসিক বেতনের প্রমাণ, ২০১৭ সালের জুলাই পর্যন্ত শেষ ছয় মাসের বেতনের স্টেটমেন্ট, GPF/CPF স্টেটমেন্ট ইত্যাদিও সঙ্গে রাখতে হবে চাকরিপ্রার্থীদের।
  • NIOS থেকে ১৮ মাসের D.El.Ed কোর্সের সার্টিফিকেট ও মার্কশিট নিয়ে যেতে হবে।
  • 2022 সালের নিয়োগ প্রক্রিয়ার রেজিস্ট্রেশন স্লিপ এর কপি, আদালতের মামলাকারী হিসাবে প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড বা ভোটার আইডি কার্ড, কাস্ট সার্টিফিকেট, আয়কর রিটার্নের প্রমাণপত্র ইত্যাদি ডকুমেন্ট গুলি সঙ্গে রাখতে হবে।

চাকরির খবরঃ BHEL এ মাধ্যমিক যোগ্যতায় কর্মী নিয়োগ

নথি যাচাইয়ের প্রক্রিয়া কোথায় কতদিন ধরে চলবে?

কলকাতা উচ্চ আদালতের তরফে ১৩ ই জুন ১৭ ই জুন এবং ২৪ শে জুন তারিখের নির্দেশ অনুসারে, মামলা কারি যোগ্য চাকরিপ্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য ডেকে পাঠানো হয়েছে (Primary Teacher Recruitment)। জুলাই মাসের ২২ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি চলবে। প্রত্যেকটি চাকরিপ্রার্থীর ভেরিফিকেশন করা হবে কলকাতায় অবস্থিত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রধান ভবন অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে। এই অফিসটি কলকাতার সল্টলেক সেক্টর II এ অবস্থিত।

চাকরির খবরঃ স্টেট ব্যাংকে ৫৪১ টি শূন্যপদে প্রবেশনারি অফিসার নিয়োগ শুরু হল

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

কাদের জন্য এই ডকুমেন্ট ভেরিফিকেশনের সিদ্ধান্ত নেওয়া হল?

পশ্চিমবঙ্গ রাজ্যের মোট ২১২৪ জন NIOS D.El.Ed প্রার্থীকে তাদের যোগ্যতা যাচাইয়ের জন্য ভেরিফিকেশন প্রক্রিয়ায় (Primary Teacher Recruitment) ডাকা হয়েছে। প্রত্যেকেই কলকাতা উচ্চ আদালতে চলা মামলার আবেদনকারী ছিলেন।

ডকুমেন্ট ভেরিফিকেশন হলেই কি চাকরি নিশ্চিত?

চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হলেও সকলের চাকরি নিশ্চিত কিনা, সেই বিষয়ে কোন তথ্য স্পষ্ট ভাবে জানানো হয়নি। এক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা বেসরকারি প্রতিষ্ঠানে কাজের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন, তাদের পক্ষে বেতনের প্রমাণপত্র বা পিএফ স্টেটমেন্ট এর মত ডকুমেন্ট গুলি জোগাড় করা কঠিন হতে পারে বলে মনে করছেন অনেকেই। এর ফলে পর্ষদের নির্দেশ অনুসারে প্রত্যেকটি শর্তাবলী মেনে যোগ্যতা অর্জন করা প্রার্থীদের ক্ষেত্রে কঠিন হতে পারে বলেও অনেকেরই মতামত।

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join