চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

Primary TET Admit 2023: টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার তারিখ জানিয়ে দিল পর্ষদ

Primary TET Admit 2023: নভেম্বরের শেষ থেকেই প্রাইমারি টেট নিয়ে তুমূল ব্যস্ততা শুরু হল রাজ্যে। ডিসেম্বরের ১০ তারিখ আয়োজিত হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষা ২০২৩। অন্যান্য বছরের মতো এবছরেও টেট পরীক্ষায় বসার আবেদন জানিয়েছেন রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী। অ্যাডমিট কবে মিলবে তা নিয়ে খানিকটা সংশয়ে ছিলেন তাঁরা, তবে এবার পর্ষদের তরফে জানানো হল ডিসেম্বরের শুরুতেই মিলবে টেটের অ্যাডমিট কার্ড। আগামী ২ ডিসেম্বর প্রাইমারি টেটের অ্যাডমিট হাতে পাবেন পরীক্ষার্থীরা।

WBP Lady Constable Main Practice Set

প্রাইমারি টেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কিভাবে?

◉ অ্যাডমিট ডাউনলোডের জন্য প্রার্থীদের প্রথমে পর্ষদের ওয়েবসাইট wbbpeonline.com অথবা www.wbbprimaryeducation.org -এ ভিজিট করতে হবে।
◉ ওয়েবসাইটের হোমপেজে প্রাইমারি টেট ২০২৩ অপশনে ক্লিক করলে অ্যাডমিট ডাউনলোডের লিঙ্কটি পেয়ে যাবেন।
◉ প্রয়োজনীয় ডিটেলস দিয়ে লগ ইন করলে স্ক্রিনে অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশন পাবেন।
◉ অ্যাডমিট ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। পরীক্ষার দিন এই অ্যাডমিট কার্ডটি অবশ্যই নিয়ে আসতে হবে।

আরও পড়ুনঃ ২০২৩ টেট পরীক্ষায় কত শূন্যপদ জেনে নিন 

প্রসঙ্গত উল্লেখ্য, আগের বছরের তুলনায় চলতি বছরে টেটের আবেদন সংখ্যা কমেছে বলেই পর্ষদ সূত্রে খবর। কড়া নিরাপত্তা বন্ধনীর মধ্যে এবছরেও টেট নিতে চলেছে পর্ষদ। সিসিটিভি নজরদারি, মেটাল ডিটেক্টর ছাড়াও ফিঙ্গার প্রিন্ট সিস্টেম থাকতে পারে বলে জানা যাচ্ছে। টেট পরীক্ষাকে সর্বতোভাবে সফল করতে তৎপর রাজ্য প্রশাসন।পরীক্ষার্থীরা টেট ২০২৩-এর বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন পর্ষদের ওয়েবসাইটে। এছাড়া, পরীক্ষা সম্পর্কিত বিষয়ে পরবর্তী আপডেট পেতে নজর রাখুন ‘Exam Bangla’ -র ওয়েবসাইটে।

Primary TET Admit 2023

Home Breaking E - Paper Video Join