চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রেলওয়ে গ্ৰুপ- ডি বিগত বছরের প্রশ্ন | Railway Group- D Previous year question 2022 in bengali

ভারতীয় রেলওয়ে ৩২ হাজারেরও বেশি শূন্যপদে গ্ৰুপ- ডি  নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গের লক্ষাধিক পরীক্ষার্থী ফর্ম ফিলাপ করে প্রস্তুতি শুরু করেছে। রেলওয়ে গ্রুপ- ডি পরীক্ষা পাশ করার জন্য নিতে হবে সঠিক প্রস্তুতি। আর প্রস্তুতি শুরু করার জন্য প্রয়োজন বিগত বছরের প্রশ্ন (Previous year question), যা আপনাকে পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন বুঝতে সাহায্য করবে। আজকের এই পোস্টে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রেলওয়ে গ্ৰুপ- ডি বিগত বছরের প্রশ্ন।

Railway Group- D Previous year question 2022 in bengali (Set- 5)

পশ্চিমবঙ্গের রেলওয়ে গ্ৰুপ- ডি চাকরিপ্রার্থীদের জন্য প্রশ্নগুলি সম্পূর্ণ বাংলা ভাষায় প্রকাশ করা হচ্ছে। আপনারা যদি রেলওয়ে গ্ৰুপ- ডি পরীক্ষা প্রস্তুতির জন্য যদি বিগত বছরের প্রশ্ন ও প্র্যাক্টিস সেট পেতে চান তাহলে এই পোস্টটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা পোস্টটি শেয়ার করলে আমরা প্রতিদিন পোস্ট আপডেট করার জন্য উৎসাহী হই।

রেলওয়ে গ্রুপ- ডি বিগত বছরের প্রশ্ন 

1) একটি নির্দিষ্ট সাঙ্কেতিক ভাষায় JINX: 5862, ZEBU : 4371, FUZE: 9143, তাহলে JUNE এর সঙ্কেত কী হবে?
[A] 5126
[B] 5136
[C] 5163
[D] 1563

উত্তরঃ 5163

2) কয়টি তিন অঙ্কের সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হয়?
[A] 114
[B] 111
[C] 113
[D] 112

উত্তরঃ 112

রেলওয়ে গ্রুপ- ডি ফ্রী পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হন 👇👇

join Telegram

3) নীচের কোনটি একটি মৌলের আইসোটোপের বৈশিষ্ট্য?
(i) তাদের একই পারমাণবিক ভর রয়েছে।
(ii) তাদের একই পারমাণবিক সংখ্যা আছে।
(iii) তারা ভিন্ন ভৌত বৈশিষ্ট্য প্রদর্শন করে।
(iv) তারা অনুরূপ রাসায়নিক বৈশিষ্ট্য প্রদর্শন করে।

[A] (ii) এবং (iii)
[B] (ii), (iii) এবং (iv)
[C] (ii) এবং (iv)
[D] (i), (iii) এবং (iv)

উত্তরঃ (ii), (iii) এবং (iv)

আরও পড়ুনঃ রেলওয়ে গ্রুপ- ডি পরীক্ষার সিলেবাস ২০২৫: কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে?

4) নিম্নলিখিত কোন শহরটি সবরমতী নদীর তীরে অবস্থিত?
[A] ভালসাদ
[B] সুরাট
[C] ভাপি
[D] আহমেদাবাদ

উত্তরঃ আহমেদাবাদ

5) ফ্রোথ ফ্লোটেশন পদ্ধতিতে, আকরিকের গুঁড়াকে ___________ এর মিশ্রণে ভরা একটি ট্যাঙ্কে স্থাপন করা হয়।
[A] জল এবং অ্যালুমিনিয়াম
[B] জল এবং পাইন তেল
[C] তামা এবং জল
[D] জল এবং উদ্ভিজ্জ তেল

উত্তরঃ জল এবং পাইন তেল

6) প্রদত্ত ক্রমের পরবর্তী পদটি কি হবে?
20P, 22N, 24L, 26J, ?
[A] 32K
[B] 20В
[C] 28Η
[D] H38

উত্তরঃ 28Η

7) কোলার সোনার ক্ষেত্র কোথায় অবস্থিত?
[A] মধ্য প্রদেশ
[B] অন্ধ্র প্রদেশ
[C] তামিলনাড়ু
[D] কর্ণাটক

উত্তরঃ কর্ণাটক

8) মেঘের বজ্রপাতের সময় কি ধরনের শক্তির রূপান্তর ঘটে?
[A] ঘর্ষণ শক্তি আলো এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয়
[B] গতিশক্তি আলো ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়
[C] স্থিতিশক্তি আলো এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয়
[D] গতিশক্তি স্থিরতাড়িত শক্তিতে রূপান্তরিত হয়

উত্তরঃ গতিশক্তি আলো ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়

9) প্রদত্ত প্রশ্নটি অধ্যয়ন করুন এবং নিম্নলিখিত কোন বিবৃতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট তা বলুন।
প্রশ্ন: P, Q, R এবং S এর মধ্যে কার ওজন সবচেয়ে কম?
বিবৃতি:
1. R এর ওজন P এর থেকে কম।
2. R-এর ওজন Q এবং S-এর থেকে কম।

[A] বিবৃতি 1 একাই যথেষ্ট
[B] বিবৃতি 2 একাই যথেষ্ট
[C] উভয় বিবৃতি 1 এবং 2 হল অপর্যাপ্ত
[D] বিবৃতি 1 এবং 2 উভয়ই হল যথেষ্ট

উত্তরঃ বিবৃতি 1 এবং 2 উভয়ই হল যথেষ্ট

10) রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়াম কোন শহরে অবস্থিত?
[A] হায়দ্রাবাদ
[B] কোচি
[C] চেন্নাই
[D] ব্যাঙ্গালোর

উত্তরঃ হায়দ্রাবাদ

11) ভারতীয় সংবিধানের দশম তফসিল নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত?
[A] দলত্যাগ বিরোধী
[B] গোপনীয়তার অধিকার
[C] সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার
[D] শিক্ষার অধিকার

উত্তরঃ দলত্যাগ বিরোধী

আরও পড়ুনঃ রেলওয়ে গ্ৰুপ- ডি পরীক্ষার বেস্ট বই, এই বইগুলো পড়লে পরীক্ষায় বাজিমাত

12) প্রদত্ত বিবৃতি এবং সিদ্ধান্তগুলিকে মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং বিবৃতিগুলিকে যৌক্তিকভাবে অনুসরণ করছে এমন সিদ্ধান্তগুলিকে নির্বাচন করুন।
বিবৃতিঃ
কোনো বানর নয় বনমানুষ।
সমস্ত বনমানুষ হয় মানুষ।
সিদ্ধান্তঃ
1. কোনো বানর নয় মানুষ।
2. কিছু মানুষ হয় বনমানুষ।

[A] কেবল সিদ্ধান্ত 1 অনুসরণ করছে
[B] হয় 1 অথবা 2 অনুসরণ করছে
[C] 1 এবং 2 উভয়েই অনুসরণ করছে
[D] কেবল সিদ্ধান্ত 2 অনুসরণ করছে

উত্তরঃ কেবল সিদ্ধান্ত 2 অনুসরণ করছে

13) ‘ভারতীয় জাতীয় কংগ্রেস’ কবে গঠিত হয়?
[A] 1885
[B] 1947
[C] 1858
[D] 1853

উত্তরঃ 1885

14) একটি পরমাণুর K কক্ষে সর্বোচ্চ কত সংখ্যক ইলেকট্রন পূর্ণ হতে পারে?
[A] 2
[B] 6
[C] 8
[D] 16

উত্তরঃ 2

15) 2 × 8 + (7 × 4) ÷ 2 – 24 এর মান নির্ণয় করুন।
[A] 9
[B] 7
[C] 8
[D] 6

উত্তরঃ 6

Railway Group- D PYQ 2022 PDF
PYQ Set- 1:Download
PYQ Set- 2:Download
PYQ Set- 3:Download
PYQ Set- 4:Download
PYQ Set 5:Download
PYQ Set 6:Coming soon..
PYQ Set 7:Coming soon..
PYQ Set 8:Coming soon..
PYQ Set 9:Coming soon..

Candidates can click on the link provided here to download Railway Group- D previous year question. To get daily job updates please visit our official website.

Home Breaking E - Paper Video Join