চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৯: Railway NTPC Practice Set in Bengali

Exam Bangla

রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার জন্য পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন অনুসরণ করে নিয়মিত প্রকাশিত হচ্ছে রেলওয়ে NTPC প্র্যাক্টিস সেট। রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার বিগত বছরের Question Pattern অনুযায়ী আজকের এই প্র্যাকটিস সেটটি তৈরী করা হয়েছে। মোট ২০ টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা করা হয়েছে এখানে।

Railway NTPC Practice Set in bengali PDF

পশ্চিমবঙ্গের রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল চাকরিপ্রার্থীদের জন্য প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরী করা হয়েছে। আপনারা যদি রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষা প্রস্তুতির জন্য এইরকম পিডিএফ পেতে চান, তাহলে এই এই পোস্টটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনারা পোস্টটি শেয়ার করলে আমরা প্রতিদিন পোস্ট আপডেট করার জন্য উৎসাহী হবো। এর পাশাপাশি অন্যান্য এমনই প্র্যাকটিস সেট পাওয়ার জন্য EXAM BANGLA র টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

RRB NTPC Graduate Level Mock Test (Set- 9):

১. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন?
A) ইন্দিরা গান্ধী
B) প্রতিভা পাটিল
C) সোনিয়া গান্ধী
D) মীরা কুমার

উত্তর: B) প্রতিভা পাটিল

ব্যাখ্যা: প্রতিভা পাটিল ২০০৭ সালে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

২. জলীয় বাষ্পের সবচেয়ে বড় উৎস কী?
A) নদী
B) হ্রদ
C) সমুদ্র
D) বৃষ্টিপাত

উত্তর: C) সমুদ্র

ব্যাখ্যা: পৃথিবীর জলীয় বাষ্পের প্রায় ৭১% উৎস সমুদ্র থেকে আসে বাষ্পীয়করণের মাধ্যমে।

৩. হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
A) গঙ্গা
B) যমুনা
C) সিন্ধু
D) ব্রহ্মপুত্র

উত্তর: C) সিন্ধু

ব্যাখ্যা: হরপ্পা সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল, তাই একে ‘সিন্ধু সভ্যতা’ও বলা হয়।

৪. ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ ‘বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা’র কথা বলে?
A) 14
B) 19
C) 21A
D) 45

উত্তর: C) 21A

ব্যাখ্যা: ২০০২ সালে ৮৬তম সংশোধনের মাধ্যমে ২১A অনুচ্ছেদে ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুদের জন্য বাধ্যতামূলক ও বিনামূল্যে শিক্ষা যুক্ত করা হয়।

৫. কোন গ্যাসটি সবথেকে হালকা?
A) হাইড্রোজেন
B) নাইট্রোজেন
C) হিলিয়াম
D) অক্সিজেন

উত্তর: A) হাইড্রোজেন

ব্যাখ্যা: হাইড্রোজেন হল সবচেয়ে হালকা গ্যাস। এর পারমাণবিক ভর ১, যা অন্য যেকোনো গ্যাসের তুলনায় কম।

RRB NTPC শেষ 15 দিনে 1000+ জেনারেল অ্যাওয়ারনেস রিভিশন। এক্ষুনি যুক্ত হও আমাদের গ্রুপে 👇👇

৬. ভারতের জাতীয় পতাকার নীল চক্রটিকে কী বলা হয়?
A) ধর্মচক্র
B) বিজয়চক্র
C) সত্যচক্র
D) ন্যায়চক্র

উত্তর: A) ধর্মচক্র

ব্যাখ্যা: পতাকার কেন্দ্রে থাকা নীল চক্রটি অশোক স্তম্ভ থেকে নেওয়া ধর্মচক্র, যাতে ২৪টি কাঁটা থাকে।

৭. π (পাই) এর আনুমানিক মান কত?
A) 2.14
B) 3.14
C) 3.41
D) 4.13

উত্তর: B) 3.14

ব্যাখ্যা: π হল একটি গাণিতিক ধ্রুবক যার আনুমানিক মান ৩.১৪, এটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত।

৮. ‘অগ্নি’ কী?
A) বিমান
B) সাবমেরিন
C) ক্ষেপণাস্ত্র
D) রাডার

উত্তর: C) ক্ষেপণাস্ত্র

ব্যাখ্যা: অগ্নি হল ভারতের দ্বারা তৈরি একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

৯. নিচের কোনটি ভারতীয় রেলের বৃহত্তম জোন?
A) উত্তর রেল
B) পশ্চিম রেল
C) দক্ষিণ-পূর্ব রেল
D) পূর্ব রেল

উত্তর: A) উত্তর রেল

ব্যাখ্যা: উত্তর রেলওয়ে ভারতের বৃহত্তম রেল জোন, যার সদর দপ্তর দিল্লিতে।

RRB NTPC বই 2025

১০. নিচের কোন ধাতু তরল অবস্থায় ঘরে তাপমাত্রায় থাকে?
A) সোনা
B) পারদ
C) লোহা
D) তামা

উত্তর: B) পারদ

ব্যাখ্যা: পারদ (Mercury) একমাত্র ধাতু যা স্বাভাবিক ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে।

১১. ‘জিরো’ ফিগার আবিষ্কার করেছিলেন কে?
A) আর্যভট্ট
B) ভাস্করাচার্য
C) বৌধায়ন
D) ব্রহ্মগুপ্ত

উত্তর: A) আর্যভট্ট

ব্যাখ্যা: ভারতীয় গণিতবিদ আর্যভট্ট ‘জিরো’ বা শূন্যের ধারণা প্রবর্তন করেন।

১২. ভারতের জাতীয় পশু কী?
A) সিংহ
B) বাঘ
C) হাতি
D) হরিণ

উত্তর: B) বাঘ

ব্যাখ্যা: রয়েল বেঙ্গল টাইগার (বাঘ) ভারতের জাতীয় পশু।

১৩. বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস থাকে?
A) হাইড্রোজেন
B) অক্সিজেন
C) নাইট্রোজেন
D) কার্বন ডাই-অক্সাইড

উত্তর: C) নাইট্রোজেন

ব্যাখ্যা: বাতাসে প্রায় ৭৮% নাইট্রোজেন থাকে, যা সর্বাধিক।

RRB NTPC Previous Year Question in Bengali

১৪. ‘পঞ্চায়েতি রাজ’ কোন কমিটির সুপারিশে চালু হয়?
A) সারকারিয়া কমিটি
B) বালওয়ান্ত রাই মেহতা কমিটি
C) কেলকার কমিটি
D) নরসিংহম কমিটি

উত্তর: B) বালওয়ন্ত রাই মেহতা কমিটি

ব্যাখ্যা: ১৯৫৭ সালে গঠিত বালওয়ন্ত রাই মেহতা কমিটি পঞ্চায়েতি রাজ প্রবর্তনের প্রস্তাব দেয়।

১৫. ভারতের প্রথম উপ-রাষ্ট্রপতি কে ছিলেন?
A) জাকির হুসেন
B) সর্বপল্লী রাধাকৃষ্ণন
C) বি ডি জত্তি
D) মোহাম্মদ হামিদ আনসারি

উত্তর: B) সর্বপল্লী রাধাকৃষ্ণন

ব্যাখ্যা: তিনি ১৯৫২ সালে ভারতের প্রথম উপ-রাষ্ট্রপতি হন।

১৬. বিশ্ব জল দিবস কবে পালিত হয়?
A) ৮ মার্চ
B) ৫ জুন
C) ২২ মার্চ
D) ১৫ সেপ্টেম্বর

উত্তর: C) ২২ মার্চ

ব্যাখ্যা: ২২ মার্চ বিশ্ব জল দিবস পালিত হয় জল সংরক্ষণের গুরুত্ব বোঝাতে।

১৭. ‘রক্তচাপ’ কিসে মাপা হয়?
A) হাইগ্রোমিটার
B) বারোমিটার
C) স্টেথোস্কোপ
D) স্ফিগমোম্যানোমিটার

উত্তর: D) স্ফিগমোম্যানোমিটার

ব্যাখ্যা: রক্তচাপ মাপার যন্ত্রের নাম স্ফিগমোম্যানোমিটার।

১৮. ভারতীয় সংবিধান কত সালে কার্যকর হয়?
A) ১৯৪৭
B) ১৯৫০
C) ১৯৫২
D) ১৯৪৯

উত্তর: B) ১৯৫০

ব্যাখ্যা: ভারতের সংবিধান ২৬ জানুয়ারি ১৯৫০ সালে কার্যকর হয়।

আরও পড়ুনঃ রেলওয়ে এনটিপিসি প্র্যাকটিস সেট- ১

১৯. পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি?
A) ইউরোপ
B) আফ্রিকা
C) এশিয়া
D) অস্ট্রেলিয়া

উত্তর: C) এশিয়া

ব্যাখ্যা: আয়তনে ও জনসংখ্যায় এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ।

২০. মহাকাশে প্রথম মানুষ কে?
A) নীল আর্মস্ট্রং
B) কল্পনা চাওলা
C) ইউরি গাগারিন
D) বাজ অলড্রিন

উত্তর: C) ইউরি গাগারিন

ব্যাখ্যা: সোভিয়েত মহাকাশচারী ইউরি গাগারিন ১৯৬১ সালে মহাকাশে প্রথম মানুষ হিসেবে যান।

Railway NTPC Question Sets
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৬Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৫Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৪Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৩Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ২Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১Click Here
RRB NTPC বিগত বছরের প্রশ্ন Set 2Click Here
RRB NTPC বিগত বছরের প্রশ্ন ও উত্তর SET 1Click Here
Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join