চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

RRB NTPC বিগত বছরের প্রশ্ন Set 2 | Railway NTPC Previous year question in Bengali

Exam Bangla

বিপুল পরিমাণে শূন্য পদের ভারতীয় রেলের NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষায় চাকরি প্রার্থীরা ফরম ফিলাপ করেছিলেন। তবে শুধু তার ফরম ফিলাপ করলেই হবে না, নিতে হবে সঠিক প্রস্তুতি। কয়েকদিন আগেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই পরীক্ষার তারিখ। আগামী জুন মাসের পাঁচ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত একাধিক শিফটের মাধ্যমে আয়োজিত হতে চলেছে রেলওয়ে NTPC পরীক্ষা, ২০২৫। এবার এই শেষ সময়ে চাকরিপ্রার্থীদের জন্য অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলি ভালোভাবে বুঝে নেওয়া প্রয়োজন। একটি সরকারি পরীক্ষার ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন ঠিক কতটা গুরুত্ব রাখে, চাকরিপ্রার্থীরা ভালোভাবেই জানেন।

তাই এবার EXAM BANGLA র তরফে চাকরি প্রার্থীদের জন্য বিগত বছরের সমস্ত প্রশ্ন বা PYQ গুলি উল্লেখ করা হচ্ছে। গতকাল এই বিগত বছরের প্রশ্নের প্রথম সেট প্রকাশ করা হয়েছিল। যেখানে ১ থেকে ২০ নম্বর পর্যন্ত প্রশ্নের উল্লেখ ছিল। এর পাশাপাশি ছিল সেই প্রশ্নের উত্তর এবং সঠিক ব্যাখ্যা। আজকের এই প্রতিবেদনে চাকরিপ্রার্থীদের জন্য ২১ নম্বর প্রশ্ন থেকে আলোচনা করা হচ্ছে। তাই যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখনো পর্যন্ত আগের ২০টি প্রশ্নের উত্তর দেখে নেননি, তারা অবশ্যই নিচে দেওয়া টেবিল থেকে প্রথম সেটের ২০টি প্রশ্ন পড়ে নিতে পারেন।

Railway NTPC Previous year question in bengali

21) ভারত রত্ন সম্মান প্রদান শুরু হয় কবে?
A) 1947
B) 1954
C) 1962
D) 1950
✔ উত্তর: B) 1954
ব্যাখ্যা: ভারত রত্ন হল ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান, যা 1954 সালে শুরু হয় এবং প্রথম প্রাপক ছিলেন সি. রাজাগোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণান ও সি. ভি. রামন।

22) প্ল্যানিং কমিশনের স্থলাভিষিক্ত সংস্থা কোনটি?
A) নীতি ফাউন্ডেশন
B) ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল
C) নীতি আয়োগ
D) অর্থ কমিশন
✔ উত্তর: C) নীতি আয়োগ
ব্যাখ্যা: ২০১৫ সালের জানুয়ারিতে পরিকল্পনা কমিশনের জায়গায় ‘নীতি আয়োগ’ প্রতিষ্ঠিত হয়। এটি একটি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে।

23) ‘ভাস্কর–1’ কী?
A) ভারতের প্রথম মিসাইল
B) ভারতের প্রথম উপগ্রহ
C) ভারতের প্রথম রিমোট সেন্সিং উপগ্রহ
D) ভারতের প্রথম মঙ্গলযান
✔ উত্তর: C) ভারতের প্রথম রিমোট সেন্সিং উপগ্রহ
ব্যাখ্যা: ‘ভাস্কর–1’ ১৯৭৯ সালে উৎক্ষেপণ করা হয়েছিল। এটি ভারতের প্রথম ভূ-পর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহ।

24) ‘ICMR’ সংস্থাটি কোন ক্ষেত্রে কাজ করে?
A) পরিবেশ
B) কৃষি
C) চিকিৎসা গবেষণা
D) পারমাণবিক শক্তি
✔ উত্তর: C) চিকিৎসা গবেষণা
ব্যাখ্যা: ICMR (Indian Council of Medical Research) ভারতের চিকিৎসা গবেষণার প্রধান সংস্থা।

25) ‘সুজলা’ প্রকল্পটি কোন বিষয়ে?
A) মাটির স্বাস্থ্য
B) পানীয় জল
C) জল সংরক্ষণ ও কৃষি উন্নয়ন
D) মৎস্য উৎপাদন
✔ উত্তর: C) জল সংরক্ষণ ও কৃষি উন্নয়ন
ব্যাখ্যা: ‘সুজলা’ প্রকল্পটি কর্ণাটকে চালু হয়েছিল যাতে কৃষির জন্য জল সংরক্ষণ এবং ব্যবস্থাপনা করা যায়।

26) জ্ঞানপীঠ পুরস্কার কাদের দেওয়া হয়?
A) ক্রীড়াবিদ
B) বিজ্ঞানী
C) লেখক
D) সমাজকর্মী
✔ উত্তর: C) লেখক
ব্যাখ্যা: জ্ঞানপীঠ পুরস্কার হল সাহিত্যে অসামান্য অবদানের জন্য প্রদত্ত একটি মর্যাদাপূর্ণ ভারতীয় পুরস্কার।

RRB NTPC Book 2025

27) ‘নন্দন কানন জু’ কোথায় অবস্থিত?
A) উত্তরপ্রদেশ
B) ওড়িশা
C) মধ্যপ্রদেশ
D) পশ্চিমবঙ্গ
✔ উত্তর: B) ওড়িশা
ব্যাখ্যা: নন্দন কানন জু ওড়িশার ভুবনেশ্বর শহরের কাছে অবস্থিত এবং এটি বিশেষভাবে হোয়াইট টাইগারের জন্য পরিচিত।

28) রাজ্যসভায় মনোনীত সদস্য সংখ্যা কত?
A) 10
B) 12
C) 15
D) 14
✔ উত্তর: B) 12
ব্যাখ্যা: রাষ্ট্রপতি সাংস্কৃতিক, সামাজিক, বৈজ্ঞানিক ক্ষেত্রে অবদানের ভিত্তিতে ১২ জন সদস্য রাজ্যসভায় মনোনীত করতে পারেন।

29) নীল আন্দোলন কাদের বিরুদ্ধে হয়েছিল?
A) জমিদার
B) ইংরেজ নীলকর
C) স্থানীয় রাজারা
D) মহাজন
✔ উত্তর: B) ইংরেজ নীলকর
ব্যাখ্যা: ১৮৫৯ সালে বাংলায় কৃষকরা ইংরেজ নীল চাষ বাধ্যবাধকতার বিরুদ্ধে বিদ্রোহ করেন — একে নীল বিদ্রোহ বলা হয়।

30) ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোথায় চালু হয়?
A) নারোরা
B) কাকরাপাড়
C) তরণা (Trombay)
D) কালপাক্কাম
✔ উত্তর: C) তরণা (Trombay)
ব্যাখ্যা: ১৯৬০ সালে মুম্বাইয়ের তরণায় ‘অপসরা’ নামক প্রথম পারমাণবিক চুল্লি চালু হয়।

31) সর্বভারতীয় কংগ্রেস কমিটি (AICC)-র প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
A) স্যারোজিনী নাইডু
B) অ্যানি বেসান্ত
C) কস্তুরবা গান্ধী
D) ইন্দিরা গান্ধী
✔ উত্তর: B) অ্যানি বেসান্ত
ব্যাখ্যা: অ্যানি বেসান্ত ১৯১৭ সালে AICC–র সভাপতি হন। তিনি প্রথম মহিলা সভাপতি ছিলেন।

32) ‘স্টেপ ওয়েল’ (Stepwell) স্থাপত্য কোথায় দেখা যায়?
A) কেরল
B) গুজরাট ও রাজস্থান
C) পশ্চিমবঙ্গ
D) হিমাচল
✔ উত্তর: B) গুজরাট ও রাজস্থান
ব্যাখ্যা: ‘স্টেপওয়েল’ বা বাওড়ি পশ্চিম ভারতের মরু অঞ্চলে প্রাচীন জল সংরক্ষণ ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হত।

33) ভগৎ সিং-এর ফাঁসি কবে হয়?
A) 23 মার্চ 1931
B) 15 আগস্ট 1930
C) 31 জানুয়ারি 1931
D) 9 আগস্ট 1932
✔ উত্তর: A) 23 মার্চ 1931
ব্যাখ্যা: ভগৎ সিং, রাজগুরু ও সুখদেব ২৩ মার্চ ১৯৩১ সালে লাহোর জেলে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়।

34) GST কে প্রথম প্রস্তাব করেছিলেন?
A) মনমোহন সিং
B) অরুণ জেটলি
C) অতল বিহারী বাজপেয়ী
D) পি. চিদাম্বরম
✔ উত্তর: C) অটল বিহারী বাজপেয়ী
ব্যাখ্যা: ২০০০ সালে বাজপেয়ীর সরকার GST প্রস্তাব আনে ও একটি টাস্ক ফোর্স গঠন করে।

RRB NTPC Syllabus PDF Download

35) কোন কমিশন রিজার্ভেশন সংক্রান্ত রিপোর্ট দিয়েছিল?
A) কেলকার কমিশন
B) সাচার কমিশন
C) মণ্ডল কমিশন
D) বাজপেয়ী কমিশন
✔ উত্তর: C) মণ্ডল কমিশন
ব্যাখ্যা: ১৯৮০ সালে বিবি সিংয়ের নেতৃত্বাধীন মণ্ডল কমিশন OBC শ্রেণীর জন্য রিজার্ভেশন সুপারিশ করে।

36) ‘ইন্ডিয়ান ইভিডেন্স অ্যাক্ট’ কবে প্রণীত হয়?
A) 1861
B) 1872
C) 1885
D) 1905
✔ উত্তর: B) 1872
ব্যাখ্যা: আইনজীবী স্যার জেমস স্টিফেন প্রণীত এই আইন বিচার প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ সংক্রান্ত দিকনির্দেশনা দেয়।

37) ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন?
A) ইন্দিরা গান্ধী
B) সর্বপল্লী রাধাকৃষ্ণান
C) পদ্মজা নাইডু
D) প্রতিভা পাটিল
✔ উত্তর: C) পদ্মজা নাইডু
ব্যাখ্যা: পদ্মজা নাইডু পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল (গভর্নর) ছিলেন এবং ভারতের প্রথম মহিলা গভর্নর।

38) ‘হর ঘর জল’ প্রকল্প কোন মন্ত্রকের অধীনে?
A) পরিবেশ মন্ত্রক
B) জলশক্তি মন্ত্রক
C) কৃষি মন্ত্রক
D) পঞ্চায়েতি রাজ মন্ত্রক
✔ উত্তর: B) জলশক্তি মন্ত্রক
ব্যাখ্যা: জলশক্তি মন্ত্রকের অধীনে ‘জল জীবন মিশন’-এর অংশ হিসাবে ‘হর ঘর জল’ প্রকল্প চালু হয়।

39) ভারতের বৃহত্তম সিমেন্ট উৎপাদক রাজ্য কোনটি?
A) রাজস্থান
B) গুজরাট
C) মধ্যপ্রদেশ
D) তামিলনাড়ু
✔ উত্তর: A) রাজস্থান
ব্যাখ্যা: রাজস্থানে বহু সিমেন্ট প্লান্ট রয়েছে এবং এটি ভারতের সবচেয়ে বেশি সিমেন্ট উৎপাদনকারী রাজ্য।

40) ‘World Environment Day’ কবে পালিত হয়?
A) 5 জুন
B) 10 জুলাই
C) 22 এপ্রিল
D) 8 জুন
✔ উত্তর:  A) 5 জুন
ব্যাখ্যা: প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় জাতিসংঘের উদ্যোগে।

Railway NTPC Question Sets
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৬Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৫Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৪Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৩Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ২Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১Click Here
RRB NTPC বিগত বছরের প্রশ্ন Set 2Click Here
RRB NTPC বিগত বছরের প্রশ্ন ও উত্তর SET 1Click Here
Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join