চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

গ্রাহকদের মাথায় হাত! বন্ধ হবে পেটিএমের সমস্ত পরিষেবা, নির্দেশ জারি করল রিজার্ভ ব্যাঙ্ক

বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, আগামী ২৯ ফেব্রুয়ারির পর থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বেশকিছু পরিষেবা বন্ধ থাকবে অনির্দিষ্ট কালের জন্য। রিজার্ভ ব্যাঙ্কের এই নির্দেশিকা আসার পর চিন্তায় পড়েছেন পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকরা। লাগাতার নিয়মভঙ্গের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই আরবিআই সূত্রে খবর। ঠিক কোন কোন পরিষেবার উপর নিষেধাঙ্গা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক আসুন জেনে নেওয়া যাক।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ‘কোনওরকম সুদ, ক্যাশব্যাক বা রিফান্ড ছাড়া ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারির পর থেকে কোনও গ্রাহকের অ্যাকাউন্ট, প্রিপেড মাধ্যম, ওয়ালেট, ফাস্ট্যাগ, এমসিএমসি কার্ডের (ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড) মতো ক্ষেত্রে আর ডিপোজিট বা ক্রেডিট লেনদেন বা টপ-আপ করতে পারবেন না গ্রাহকরা।’ পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ওপর এরকম নির্দেশিকা জারি হওয়ার আশঙ্কা ছিল ২০২২ সাল থেকে। সেই বছর মার্চ মাসে আরবিআই নতুন পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক একাউন্ট খোলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এবার তাদের লেনদেনের ওপর নিষেধাজ্ঞা জারি করল আরবিআই।

বন্ধ হবে পেটিএমের সমস্ত পরিষেবা

চাকরির খবরঃ ফেব্রুয়ারি মাসে যেসব চাকরির আবেদন চলছে

গ্রাহকরা নিজেদের সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফাস্ট্যাগ, ন্যাশনাল মোবিলিটি কার্ড সহ বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। কেবলমাত্র যতদিন তাঁদের অ্যাকাউন্টে বর্তমান জমা থাকা ব্যালেন্স অবশিষ্ট আছে, ততদিন তাঁরা সেই টাকা অনলাইন লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। টাকা তুলতে পারবেন বলেও ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে। ২৯ ফেব্রুয়ারির পর থেকে কোনও পরিষেবা কার্যকর হবে না। ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI), ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (IMPS), আধার এনেবেলড পেমেন্ট সিস্টেমের (AePS) মতো কোনও পরিষেবা দিতে পারবে না পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক। অর্থাৎ, ১ মার্চ থেকে পেটিম পেমেন্টস ব্যাঙ্কের ওয়ালেট, FASTags দিয়ে অনলাইনে টাকা দেওয়া যাবে না।

বন্ধ হবে পেটিএমের সমস্ত পরিষেবা

Home Breaking E - Paper Video Join