চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

RRB মোট 4 টি পরীক্ষার তারিখ ঘোষণা করলো, কবে হবে Railway NTPC পরীক্ষা?

RRB Exam Date Published: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে দেশের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। কয়েক মাস আগেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল। এই মুহূর্তেও কয়েকটি নিয়োগের ফর্ম ফিলাপও চলছে। তার মধ্যেই একসাথে 4 টি পরীক্ষার তারিখ ঘোষণা করলো। অনেকে ভাবছেন RRB NTPC পরীক্ষা কবে হবে? সেই প্রশ্নের উত্তরও পাবেন আজকের প্রতিবেদনে।

এদিন ৭ অক্টোবর, ২০২৪ তারিখের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) মোট 4 টি পরীক্ষার তারিখ প্রকাশ করলো। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

RRB ALP নিয়োগ পরীক্ষার ফর্ম ফিলাপ অনেকদিন আগেই শেষ হয়েছিল, যার বিজ্ঞপ্তি নম্বর CEN 01/2024, RRB Assistant Loco Pilot পদের CBT- 1 পরীক্ষা হবে ২৫ নভেম্বর থেকে ২৯ নভেম্বর, ২০২৪ পর্যন্ত।

Railway NTPC Syllabus 2024

Railway Protection Force (RPF SI) পদের পরীক্ষা হবে ২ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত। যার বিজ্ঞপ্তি নম্বর CEN RPF 01/2024.

CEN 02/2024 বিজ্ঞপ্তি নম্বরের Technician পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত।

CEN 03/2024 বিজ্ঞপ্তি নম্বরের Junior Engineer পদের প্রথম ধাপের CBT-1 পরীক্ষা হবে ৬ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত।

RRB NTPC Previous Year Question PDF

রেলওয়ে NTPC, ALP Technician, RPF (SI & Constable) পরীক্ষার জন্য অভিন্ন গাইড বুক। আজকেই সংগ্রহ করুন নিকটবর্তী বুক স্টল থেকে 👇👇👇

Railway NTPC Best Book 2024 in Bengali

উপরোক্ত মোট চারটি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে। তবে RRB NTPC পরীক্ষার তারিখ এই দিনের বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়নি। কারণ এখনও RRB NTPC পরীক্ষার ফর্ম ফিলাপ চলছে। ফর্ম ফিলাপ শেষ হবার পর মোট আবেদনকারীর সংখ্যা বিচার বিশ্লেষণ করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষা আয়োজন ও পরিচালনা করার জন্য টেন্ডার জারি করবে। এই টেন্ডারে যে সংস্থা পরীক্ষা পরিচালনার দায়িত্ব পাবে, ওই সংস্থাই পরীক্ষা পরিচালনা করবে। পরীক্ষা পরিচালনাকারী সংস্থা নির্বাচনের পর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB NTPC পরীক্ষার তারিখ ঘোষণা করবে।

RRB মোট 4 টি পরীক্ষার তারিখ

Home Breaking E - Paper Video Join