চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

RRB NTPC Exam 2025: প্রকাশিত হলো NTPC পরীক্ষার তারিখ, বিস্তারিত জেনে নিন

Exam Bangla

RRB NTPC 2025: সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো রেলওয়ে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ বা NTPC (গ্রাজুয়েট) র পরীক্ষার তারিখ। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহ পর্যন্ত পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়ে দিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস। তাহলে কত তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে? পরীক্ষার দিন কোন কোন নির্দেশ মেনে চলতে হবে? পরীক্ষার সিলেবাস কেমন থাকবে? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলির উল্লেখ রইল আজকের প্রতিবেদনে।

RRB NTPC Exam 2025

RRB র পক্ষ থেকে ২০২৪ সালেই এই নিয়োগ সম্পর্কে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। প্রাথমিকভাবে মে মাসের মাঝামাঝি সময় থেকেই পরীক্ষা শুরু হয়ে যাওয়ার কথা ছিল। তবে বিভিন্ন কারণে পরীক্ষার তারিখ পিছিয়ে গিয়েছে। এবারে অবশেষে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হলো পরীক্ষার দিন।

কত তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে?

রেলওয়ে এনটিপিসি গ্রাজুয়েট ক্যাটাগরির কম্পিউটার বেসড পরীক্ষাটি ২০২৫ সালের জুন মাসের ৫ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত আয়োজন করা হবে। বিপুল পরিমাণে চাকরিপ্রার্থী থাকায় মোট ১৫ দিন ধরে বিভিন্ন শিফটে এই পরীক্ষাটি নেবে RRB।

RRB NTPC Notice

চাকরির খবরঃ স্টেট ব্যাংকে ২৯৬৪টি শূন্যপদে ক্লার্ক নিয়োগ শুরু হল

পরীক্ষার সিলেবাস কেমন থাকবে?

RRB NTPC 2025 গ্রাজুয়েট লেভেল পদে নিয়োগের জন্য প্রথমেই কম্পিউটার বেসড একটি লিখিত পরীক্ষা (CBT 1) দিতে হবে চাকরিপ্রার্থীদের। এই লিখিত পরীক্ষার তারিখ আজ ঘোষণা করা হয়েছে। চাকরি প্রার্থীদের সাধারণ গণিত, সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজিনিং বিষয়ের উপর MCQ পরীক্ষা দিতে হবে। মোট ১০০ নম্বরের এই পরীক্ষার জন্য চাকরিপ্রার্থীদের সময় থাকবে ১ ঘন্টা ৩০ মিনিট বা মোট ৯০ মিনিট।

Railway NTPC Book 2025

CBT 1 পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের পুনরায় CBT 2 দিতে হবে। যেখানে মোট ৯০ মিনিট সময়ের মধ্যে ১২০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। CBT 2 এর ক্ষেত্রেও জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স, অংক, জেনারেল ইনটেলিজেন্স এবং রিজিনিং বিষয়ের উপর প্রশ্ন থাকবে।

CBT 1 ও 2 তে উত্তীর্ণ হলে চাকরি প্রার্থীদের টাইপিং টেস্ট বা স্কিল টেস্ট দিতে হবে। সবশেষে যোগ্য চাকরিপ্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট এর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।

চাকরির খবরঃ ৫০০ শূন্যপদে ইউনিয়ন ব্যাংকে চাকরির সুযোগ

পরীক্ষার আগে কোন কোন নির্দেশ মানতে হবে (RRB NTPC 2025)?

  • পরীক্ষার দিন অবশ্যই চাকরিপ্রার্থীদের এডমিট কার্ডের একটি প্রিন্ট আউট এবং নিজের একটি পরিচয় পত্র (আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড) নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে। এক্ষেত্রে দুটি নথির একটিও যদি না থাকে তাহলে কিন্তু চাকরিপ্রার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না।
  • প্রতিটি চাকরিপ্রার্থী তাদের E-Call Letter বা এডমিট কার্ডটি নিজের পরীক্ষার তারিখের চার দিন আগে ডাউনলোড করতে পারবেন।
  • পরীক্ষা শুরু হওয়ার ১০ দিন আগে থেকে RRB র অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার তারিখ এবং পরীক্ষা কেন্দ্রের নাম জানা যাবে। অর্থাৎ জুন মাসের ৫ তারিখের ১০ দিন আগে থেকে চাকরি প্রার্থীরা তাদের পরীক্ষার কেন্দ্র এবং তারিখ সম্পর্কে জেনে নিতে পারবেন।
  • পরীক্ষার হলে অবশ্যই ৩০ মিনিট আগে পৌঁছে যেতে হবে।
  • পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার পরে প্রতিটি চাকরি প্রার্থীর বায়োমেট্রিক অথেন্টিকেশন করা হবে। এর জন্য অবশ্যই সঙ্গে অরিজিনাল আধার কার্ড রাখতে হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখনো পর্যন্ত আধার কার্ডের অথেন্টিকেশন করেন নি, তাদের www.rrbapply.gov.in -এই অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করে আধার ভেরিফিকেশন করে নিতে হবে।

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join