চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রেলওয়ে NTPC UG প্র্যাকটিস সেট- ৯: Railway NTPC UG Important Current Affairs in Bengali

Exam Bangla

NTPC UG Important Current Affairs: ভারতীয় রেলওয়ের তরফ থেকে NTPC পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। যেকোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য প্রথমে সিলেবাস জানতে হয়, তারপরে ওই পরীক্ষার বিগত বছরের প্রশ্ন বা Previous Year Question (PYQ) নিয়ে রিসার্চ করতে হয়। তবেই বোঝা যায় পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের জন্য Railway NTPC UNDER GRADUATE PYQ PDF (Bengali Version) সেট এই ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে।

NTPC UG Important Current Affairs Set in Bengali

আজকের এই পোস্টে Railway NTPC UG পরীক্ষার ১৫ টি প্রশ্ন পাবলিশ করা হলো। Download Railway NTPC PYQ PDF in Bengali. আপনারা খুব সহজেই এই প্রশ্নোত্তর গুলির পিডিএফ ডাউনলোড করতে পারবেন। রেলওয়ের যেকোনো পরীক্ষার প্রস্তুতিতে বিগত বছরের প্রশ্ন খুবই গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ রেলওয়ের পরীক্ষায় প্রচুর প্রশ্ন রিপিট হয়।

NTPC Previous Year Question Paper PDF Download in Bengali

Railway NTPC UG পরীক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি মাথায় রেখে এই Railway NTPC UG Practice Set গুলি তৈরী করা হয়েছে। বিশেষত যে সমস্ত পরীক্ষার্থীরা বাংলা ভাষায় পরীক্ষা দেবেন তাদের জন্য এই সেটগুলি খুবই কার্যকরী হবে। প্রতিদিনের Railway NTPC UG Practice Set এ 15 টি করে প্রশ্ন থাকবে। আজকের Previous Year Question সেটেও 15 টি প্রশ্ন রয়েছে।

Railway NTPC Syllabus 2024: Click Here

Railway NTPC UG Important Current Affairs Set 9:

১. ২০২৫ সালে ‘ভূ-রাজনৈতিক ঝুঁকি সূচক’-এ ভারত কততম স্থানে রয়েছে?
A) ৭ম
B) ৯ম
C) ১১তম
D) ১৩তম
উত্তর: B) ৯ম
ব্যাখ্যা: ভূ-রাজনৈতিক ঝুঁকি সূচক (GPR Index) বিভিন্ন দেশের রাজনৈতিক অস্থিরতা, সংঘর্ষের সম্ভাবনা ও কূটনৈতিক সম্পর্কের মূল্যায়ন করে। ২০২৫ সালের সূচকে ভারত ৯ম স্থানে রয়েছে, যা অর্থনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

২. ২০২৫ সালে কোন দেশ প্রথম ‘চন্দ্রখনি খনিজ আইন’ পাস করেছে?
A) যুক্তরাষ্ট্র
B) জাপান
C) লুক্সেমবার্গ
D) সংযুক্ত আরব আমিরাত
উত্তর: D) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা: চন্দ্রখনি খনিজ আইন মহাকাশে খনিজ আহরণের আইনি কাঠামো নির্ধারণ করে। সংযুক্ত আরব আমিরাত এ ধরনের আইন প্রথম কার্যকর করেছে।

৩. ২০২৫ সালে G20 সম্মেলনের আয়োজক দেশ কোনটি?
A) দক্ষিণ আফ্রিকা
B) ব্রাজিল
C) ভারত
D) ইন্দোনেশিয়া
উত্তর: B) ব্রাজিল
ব্যাখ্যা: ২০২৫ সালের G20 শীর্ষ সম্মেলন ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে অনুষ্ঠিত হচ্ছে। এটি বৈশ্বিক অর্থনীতি ও পরিবেশ নীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা মঞ্চ।

৪. ভারতের কোন রাজ্যে ২০২৫ সালে প্রথম ‘কার্বন-নিরপেক্ষ’ জেলা ঘোষণা করা হয়েছে?
A) কেরালা
B) সিকিম
C) হিমাচল প্রদেশ
D) মেঘালয়
উত্তর: A) কেরালা
ব্যাখ্যা: কেরালার ইদুক্কি জেলা ২০২৫ সালে প্রথম কার্বন-নিরপেক্ষ জেলা হয়েছে, যেখানে নবায়নযোগ্য শক্তি ব্যবহার ও কার্বন নির্গমন কমাতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

৫. ২০২৫ সালে কোন ভারতীয় বিজ্ঞানী নোবেল পদার্থবিজ্ঞান পুরস্কার পেয়েছেন?
A) আশুতোষ শর্মা
B) নন্দিনী হারিনাথ
C) দীপক ধর
D) ভেঙ্কটরামন রমনাথন
উত্তর: C) দীপক ধর
ব্যাখ্যা: দীপক ধর তত্ত্বীয় পদার্থবিজ্ঞানে অসাধারণ অবদানের জন্য নোবেল পুরস্কার পান। তিনি জটিল সিস্টেমের গবেষণার জন্য পরিচিত।

RRB NTPC শেষ 15 দিনে 1000+ জেনারেল অ্যাওয়ারনেস রিভিশন। এক্ষুনি যুক্ত হও আমাদের গ্রুপে 👇👇

৬. ২০২৫ সালে ‘ওয়ান হেলথ মিশন’-এর মূল লক্ষ্য কী?
A) বিশ্বব্যাপী ক্ষুধা দূরীকরণ
B) প্রাণী-মানুষ-পরিবেশ স্বাস্থ্য সংযোগ সুরক্ষা
C) নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন
D) মহাকাশ গবেষণা বৃদ্ধি
উত্তর: B) প্রাণী-মানুষ-পরিবেশ স্বাস্থ্য সংযোগ সুরক্ষা
ব্যাখ্যা: ‘ওয়ান হেলথ মিশন’ এর উদ্দেশ্য প্রাণী, মানুষ ও পরিবেশের স্বাস্থ্য একসাথে উন্নত করা, যাতে মহামারি প্রতিরোধ করা যায়।

৭. ২০২৫ সালের ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি কত শতাংশ ধরা হয়েছে IMF-এর পূর্বাভাসে?
A) ৫.৮%
B) ৬.২%
C) ৬.৫%
D) ৭%
উত্তর: C) ৬.৫%
ব্যাখ্যা: IMF ২০২৫ সালের জন্য ভারতের GDP প্রবৃদ্ধি ৬.৫% হিসেবে অনুমান করেছে, যা বিশ্বে অন্যতম দ্রুত প্রবৃদ্ধির হার।

৮. ২০২৫ সালে কোন দেশ প্রথমবারের মতো ‘কৃত্রিম সূর্য’ থেকে ১০০০ সেকেন্ডের বেশি ফিউশন এনার্জি উৎপাদন করেছে?
A) চীন
B) জাপান
C) দক্ষিণ কোরিয়া
D) ফ্রান্স
উত্তর: A) চীন
ব্যাখ্যা: চীনের EAST (Experimental Advanced Superconducting Tokamak) প্রকল্প ১০০০ সেকেন্ডের বেশি ফিউশন প্রতিক্রিয়া চালিয়ে বৈপ্লবিক সাফল্য অর্জন করেছে।

৯. ২০২৫ সালে কোন ভারতীয় রাজ্য প্রথম ‘ড্রোন করিডর’ চালু করেছে কৃষি কাজের জন্য?
A) পাঞ্জাব
B) উত্তরপ্রদেশ
C) মহারাষ্ট্র
D) গুজরাট
উত্তর: B) উত্তরপ্রদেশ
ব্যাখ্যা: উত্তরপ্রদেশের এই ড্রোন করিডর কৃষিক্ষেত্রে সার ছিটানো, ফসল পর্যবেক্ষণ ও সেচ ব্যবস্থায় বিপ্লব ঘটাবে।

১০. ২০২৫ সালে কোন ভারতীয় শহরকে UNESCO ‘City of Literature’ হিসেবে স্বীকৃতি দিয়েছে?
A) কলকাতা
B) পুনে
C) কোচি
D) জয়পুর
উত্তর: D) জয়পুর
ব্যাখ্যা: জয়পুর সাহিত্য উৎসবের জন্য বিশ্বখ্যাত এবং ২০২৫ সালে UNESCO এটিকে ‘City of Literature’ ঘোষণা করেছে।

RRB NTPC বই 2025

১১. ২০২৫ সালে প্রথম ভারতীয় ‘কোয়ান্টাম স্যাটেলাইট’ উৎক্ষেপণ করা হয় কোন সংস্থার মাধ্যমে?
A) DRDO
B) ISRO
C) BARC
D) HAL
উত্তর: B) ISRO
ব্যাখ্যা: ISRO এর কোয়ান্টাম স্যাটেলাইট সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বিপ্লব আনবে।

১২. ২০২৫ সালে COP30 জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
A) দুবাই, UAE
B) বেলেম, ব্রাজিল
C) প্যারিস, ফ্রান্স
D) কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা
উত্তর: B) বেলেম, ব্রাজিল
ব্যাখ্যা: অ্যামাজন অঞ্চলের পরিবেশগত গুরুত্ব বিবেচনা করে COP30 বেলেমে অনুষ্ঠিত হবে।

১৩. ২০২৫ সালে ‘ব্লু কার্বন’ শব্দটি সংবাদে এসেছে কেন?
A) সমুদ্রভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদন
B) উপকূলীয় প্রতিবেশে কার্বন সংরক্ষণ
C) পানির নিচে তেল উত্তোলন
D) সমুদ্রবাহিত প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ
উত্তর: B) উপকূলীয় প্রতিবেশে কার্বন সংরক্ষণ
ব্যাখ্যা: ম্যানগ্রোভ, সমুদ্রঘাস ও লবণাক্ত জলাভূমি কার্বন ডাই-অক্সাইড ধরে রাখতে বিশেষ ভূমিকা রাখে, যাকে ব্লু কার্বন বলা হয়।

১৪. ২০২৫ সালে ভারতের প্রথম ‘গ্রীন হাইড্রোজেন ব্লেন্ডিং’ প্রকল্প কোন রাজ্যে শুরু হয়েছে?
A) গুজরাট
B) অন্ধ্রপ্রদেশ
C) রাজস্থান
D) তামিলনাড়ু
উত্তর: A) গুজরাট
ব্যাখ্যা: গুজরাটে বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের সঙ্গে সবুজ হাইড্রোজেন মিশিয়ে এই প্রকল্প শুরু হয়।

১৫. ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপারকম্পিউটার ‘Aurora’ কোন দেশে অবস্থিত?
A) জাপান
B) যুক্তরাষ্ট্র
C) চীন
D) জার্মানি
উত্তর: B) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রের Aurora সুপারকম্পিউটার এক্সাস্কেল গতিতে গণনা করতে সক্ষম, যা কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় অভূতপূর্ব সুবিধা দেবে।

Railway NTPC Question Sets
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৬Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৫Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৪Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ৩Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ২Click Here
রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট- ১Click Here
RRB NTPC বিগত বছরের প্রশ্ন Set 2Click Here
RRB NTPC বিগত বছরের প্রশ্ন ও উত্তর SET 1Click Here
Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join