চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

SBI PO Recruitment: স্টেট ব্যাংকে ৫৪১ টি শূন্যপদে প্রবেশনারি অফিসার নিয়োগ শুরু হল, পরীক্ষার সিলেবাস ও আবেদন পদ্ধতি বিস্তারিত জেনে নিন

Exam Bangla

SBI PO Recruitment: ৫৪১ টি শূন্য পদে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রবেশনারি অফিসার বা PO পদে নিয়োগের আবেদন শুরু হল। বিপুল পরিমাণ চাকরিপ্রার্থী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এর বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অপেক্ষা করে থাকেন। ব্যাংকের চাকরি বিপুল পরিমাণে চাকরিপ্রার্থীর কাছে স্বপ্নের মত। গতকাল অর্থাৎ ২৪শে জুন 2025 থেকে SBI PO পদে চাকরিপ্রার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনের আগের অবশ্যই নিয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেওয়া প্রয়োজন। এই বিষয়ে বিস্তারিত তথ্য অর্থাৎ নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য, প্রদানের যোগ্যতা এবং সময়সীমা সম্পর্কিত সমস্ত কিছু উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

নিয়োগকারী সংস্থা- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।

পদের নাম- প্রবেশনারি অফিসার (PO)।

মোট শূন্য পদের সংখ্যা- ৫৪১ টি।

শিক্ষাগত যোগ্যতা- দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে গ্রাজুয়েট হয়ে থাকলেই, চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। যে সকল চাকরি প্রার্থী ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারে পাঠরত রয়েছেন, তারাও এই পদে আবেদনের যোগ্য।

চাকরির খবরঃ জুন মাসে যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে

বয়স সীমা- ০১/০৪/২০২৫ তারিখ অনুসারে ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য সংরক্ষণের নিয়ম মেনে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতির চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় মোট ৫ বছরের ছাড় পাবেন। অর্থাৎ তারা সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন। অপরদিকে অন্যান্য পিছিয়ে পড়া বর্গের চাকরি প্রার্থীরা সর্বোচ্চ ৩৩ বছর পর্যন্ত আবেদন জানানোর যোগ্য।

নিয়োগ পদ্ধতি- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রবেশনারি অফিসার (PO) পদে মূলত ৩টি ধাপে কর্মী নিয়োগ করা হয়- প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা ও phase iii- সাইকমেট্রিক টেস্ট, গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ।

চাকরির খবরঃ স্টেট ব্যাংকে আবারও ২৬০০ শূন্য পদে কর্মী নিয়োগ শুরু

  • প্রিলিমিনারি পরীক্ষা- এই ধাপে কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা দিতে হয়। পরীক্ষার সিলেবাসে মূলত ইংরেজি, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বা গণিত এবং রিজনিং বিষয়গুলি থাকে। এক্ষেত্রে মোট ১০০ নম্বরের পরীক্ষা দিতে হয়, যার জন্য সময় থাকে ১ ঘন্টা।
  • মেইন পরীক্ষা- প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকরি প্রার্থীরা মেইন পরীক্ষা দেওয়ার সুযোগ পান। মেইন পরীক্ষাতে রিজনিং ও কম্পিউটার অপটিটিউট, ডেটা এনালাইসিস ও ইন্টারপ্রিটেশন, জেনারেল আওয়ারনেস ও ইংরেজি বিষয়ের উপর মোট ২৫০ নম্বরের পরীক্ষা দিতে হয়। এই ক্ষেত্রে মোট ৩ ঘন্টা সময় পান চাকরিপ্রার্থীরা। যদিও এই পরীক্ষার পর একটি ৩০ মিনিটের ডেস্ক্রিপটিভ পরীক্ষা দিতে হয়, যেখানে ইংরেজি প্রেসি রাইটিং, ইমেইল রাইটিং ইত্যাদি থাকে।

চাকরির খবরঃ ৩০০০ শূন্যপদে SSC CHSL 2025 গ্রুপ সি কর্মী নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

মাসিক বেতন- পরীক্ষার সমস্ত ধাপ পেরিয়েছে সমস্ত চাকরিপ্রার্থীরা কর্মী হিসেবে নিযুক্ত হন, তাদের প্রতিমাসে বেতন শুরু হয় ৪৮,৪৮০/- টাকা থেকে। এই মূল বেতনের পাশাপাশি একাধিক কেন্দ্রীয় সরকারি ও ব্যাংকের সুযোগ সুবিধা পেয়ে থাকেন নিযুক্ত কর্মী।

আবেদন পদ্ধতি- প্রত্যেকটি চাকরিপ্রার্থীকে https://bank.sbi/web/careers/current -এই অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে সম্পূর্ণ অনলাইন ভাবে আবেদন জানাতে হবে। এর জন্য অবশ্যই একেবারে সঠিক তথ্যের সাথে আবেদন পত্র পূরণ করে ১৪/০৭/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে। এই বিষয়ে আরো বিশদে জানার জন্য নেতা দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join