চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

SBIF Scholarship 2025: স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য শুরু হল স্টেট ব্যাংকের স্কলারশিপ, বার্ষিক ৭০০০০ টাকা পর্যন্ত বৃত্তির সুযোগ

Exam Bangla

SBIF Scholarship 2025: মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর ছাত্র-ছাত্রীদের মনে উচ্চশিক্ষার প্রস্তুতির পাশাপাশি উচ্চশিক্ষার খরচ বহনের বিষয়টিও ঘুরপাক খেতে থাকে। তাই আবারো EXAM BANGLA র তরফে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দুর্দান্ত একটি স্কলারশিপ প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এই স্কলারশিপ এ স্কুল পড়ুয়া, পড়ুয়া এমনকি স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছে না এমন ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এই স্কলারশিপ এর মূল লক্ষ্য আর্থিক অনটনের কারণে যাতে কোন ছাত্র-ছাত্রীর উচ্চশিক্ষা বন্ধ না হয়ে যায়। তাই ভারত সরকারের অধীনে বৃহত্তম ব্যাংকের এই দুর্দান্ত স্কলারশিপে কীভাবে আবেদন জানাবে? কোন কোন যোগ্যতায় এই স্কলারশিপের আবেদন জানানো যায়? এই স্কলারশিপের মাধ্যমে কত বৃত্তি দেওয়া হয়? সমস্ত তথ্যই থাকছে আজকের প্রতিবেদনে।

SBIF Scholarship 2025

অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা গ্রহণের পথকে আরো প্রসিদ্ধ করার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে শুরু করা হয়েছে SBI Foundation Scholarship। ২০২৫ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপে আবেদন জানাতে পারবে।

SBIF Scholarship এ আবেদনের যোগ্যতা

১) আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে অবশ্যই ভারতীয় যেকোনো রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) ছাত্র বা ছাত্রী এর আগে যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাতে অন্ততপক্ষে ৭৫ শতাংশ নম্বর থাকতে হবে। এক্ষেত্রে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে এই স্কলারশিপে আবেদন জানাতে চাইলে, ওই পরীক্ষায় অন্ততপক্ষে ৭৫ শতাংশ নম্বর পেলেই আবেদন জানানো যাবে।
৩) এই স্কলারশিপের অর্ধেক ছাত্রীদের জন্য রিজার্ভ করা আছে।
৪) তপশিলি জাতি, কোথা থেকে আদিবাসী সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য এক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে ৫ টি স্কলারশিপের খবর, এখানে আবেদন করলে বার্ষিক ১৫০০০ টাকা পাওয়া যাবে
৫) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার SBIF Scholarship 2025 এ ন্যূনতম ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা আবেদন জানাতে পারবে। অপরদিকে উচ্চমাধ্যমিক পাশ করে গেলে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরেও এখানে আবেদন জানানো যাবে। তবে কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের অবশ্যই NIRF এর অন্তর্ভুক্ত সেরা ১০০ টি কলেজের যেকোনো একটিতে পাঠরত হতে হবে।
৬) স্কুল পড়ুয়া আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে। অপরদিকে কলেজ পড়ুয়া আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ৬ লক্ষ টাকার কম হতে হবে।

মোট স্কলারশিপ এর পরিমাণ

SBIF Scholarship এর মাধ্যমে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের ১৫ হাজার টাকা, গ্রাজুয়েশন পরের ছাত্র-ছাত্রীদের বার্ষিক ৫০ হাজার টাকা এবং পোস্ট গ্রাজুয়েশন স্তরের ছাত্র-ছাত্রীদের বার্ষিক ৭০ হাজার টাকা বৃত্তি বা স্কলারশিপ দেওয়া হয়।

আরও পড়ুনঃ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সেরা ১০ টি স্কলারশিপের আপডেট

স্কলারশিপ সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇

প্রয়োজনীয় নথিপত্র

১) আবেদনকারীর সরকারি পরিচয় পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড,
২) শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রশিদ,
৩) পূর্ববর্তী পরীক্ষার রেজাল্ট ও সার্টিফিকেট,
৪) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে),
৫) আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র ইত্যাদি।

বিকাশ ভবন স্কলারশিপে আবেদন শুরু- Apply Now

SBIF Scholarship 2025 আবেদন পদ্ধতি

SBI Foundation Scholarship এ অনলাইন মাধ্যমে আবেদন জানানো যায়। এরজন্য Buddy4Study এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

১) আবেদনে ইচ্ছুক প্রতিটি ছাত্র-ছাত্রী সবার প্রথমে এই মেধাবৃত্তিতে আবেদনের জন্য https://www.sbifashascholarship.org/ থেকে যোগ্যতা গুলি ভালোভাবে বুঝে নেবেন। তারপর আপনারা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন।
২) উল্লেখিত স্কলারশিপে আবেদন জানানোর জন্য https://www.buddy4study.com/page/sbi-asha-scholarship-program-for-overseas-education -এই ওয়েবসাইটে গিয়ে ‘Apply Now’ বিকল্পটি বেছে নেবেন।
৩) তারপর সম্পূর্ণ অনলাইন মাধ্যমে নিজেদের যাবতীয় ডিটেলস পূরণ করে রেজিস্ট্রেশন করে নেবেন।
৪) এরপর সম্পূর্ণ একে একে আবেদন পত্রটি যথাযথ তথ্যের সাথে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করে দিতে হবে।
৫) সবশেষে ভালোভাবে আবেদন পত্রটি মিলিয়ে নিয়ে জমা করে দেবেন।

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join