চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

Holidays in September 2025: সেপ্টেম্বর মাসে একটানা বন্ধ থাকবে রাজ্যের বিদ্যালয় গুলি, কোন কোন দিন ছুটি? দেখে নিন

Exam Bangla

Holidays in September 2025: দেখতে দেখতে আগস্ট মাস পেরিয়ে শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস। জুন কিংবা জুলাই মাসে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তেমন কোন ছুটির সুযোগ না পেলেও আগস্ট মাসে মোট ১৫ দিন ছুটি কাটিয়েছেন ছাত্র-ছাত্রীরা। আর এবার সেপ্টেম্বর মাসেও রয়েছে একাধিক ছুটি। আগস্ট থেকে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। সেপ্টেম্বর মাসে রয়েছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। এছাড়াও গোটা মাস জুড়ে একাধিক উৎসবের কারণে বন্ধ থাকবে পঠন-পাঠন। আর এর মাঝেই রয়েছে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষা। সব মিলিয়ে অন্যান্য শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অনেক দিন বিদ্যালয়ের ছুটি ঘোষণা করা হলো।

Holidays in September 2025

২০২৫ সালের সেপ্টেম্বর মাসের ক্যালেন্ডার এর চোখ রাখলেই বোঝা যাচ্ছে, ওই মাস উৎসবে ভরা। আগামী মাসে একটানা ১৫ দিনের ছুটি উপভোগ করবেন পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীরা। এই মাসেই একের পর এক উৎসব রয়েছে বাংলায়। এর মধ্যে পড়ছে- মহালক্ষ্মী পুজো, বিশ্বকর্মা পুজো, নবরাত্রি এবং দুর্গাপূজার মতো বড় বড় উৎসব গুলি। ভারতের প্রায় প্রতিটি রাজ্যেই এই উৎসব গুলি অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালন করা হয়। এই কারণে সমস্ত সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি একটানা ছুটি ঘোষণা করে দেয়। এই বছরও সেপ্টেম্বর মাসেই দুর্গাপুজো থাকায় একটানা ছুটি পাচ্ছেন ছাত্র-ছাত্রীরা। পাশাপাশি ওই দিনগুলিতে বন্ধ থাকবে বিভিন্ন সরকারি দপ্তর ও ব্যাংক গুলিও।

ছুটির তালিকা (Holidays in September 2025):

  • ০৭/০৯/২০২৫- রবিবার।
  • ১১/০৯/২০২৫- বুধবার, মহালক্ষ্মী উপবাস শুরু ও রাধাষ্টমী।
  • ১৩/০৯/২০২৫- দ্বিতীয় শনিবার।
  • ১৪/০৯/২০২৫- রবিবার।
  • ১৭/০৯/২০২৫ ও ১৮/০৯/২০২৫- বিশ্বকর্মা পুজো।
  • ২১/০৯/২০২৫- রবিবার।
  • ২২/০৯/২০২৫- মহালয়া বা নবরাত্রির প্রথম দিন।
  • ২৭/০৯/২০২৫- চতুর্থ শনিবার।
  • ২৮/০৯/২০২৫- রবিবার।

Dr Ambedkar Scholarship 

গোটা সেপ্টেম্বর মাসের ছুটির তালিকা উপরে দেওয়া থাকলেও। এই বছর সেপ্টেম্বর মাসের শেষের দিকেই শুরু হয়ে যাচ্ছে নবরাত্রি এবং দশেরার উৎসব অর্থাৎ এক কথায় বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা। ২৮/০৯/২০২৫ রবিবার রয়েছে দুর্গা পুজোর মহাষষ্ঠী পূজা। সাধারণত এর একদিন বা দুদিন আগে থেকেই বিদ্যালয়ের পঠন-পাঠন বন্ধ থাকে।

এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষার কারণে কেন্দ্র হিসেবে বিবেচিত বিদ্যালয়গুলির ছাত্র-ছাত্রীদের জন্য ০৮/০৯/২০২৫ তারিখ থেকে ২২/০৯/২০২৫ তারিখ পর্যন্ত একটানা ছুটি থাকবে। পরীক্ষার দিন গুলিতে অন্যান্য ক্লাসের পঠন পাঠন হবে না। এক্ষেত্রে অবশ্য উচ্চ মাধ্যমিক এর ছাত্র-ছাত্রীদের জন্য কোনোরকম ছুটি থাকবে না।

সব মিলিয়ে সেপ্টেম্বর মাসে ছাত্র-ছাত্রীরা একগুচ্ছ ছুটি (Holidays in September 2025) উপভোগ করতে চলেছেন। যদিও সঠিক ছুটির দিনগুলি ভালোভাবে বুঝে নিতেন বিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডার এবং ছুটি ঘোষণার দিনের উপর নজর রাখা উচিত। অনেক সময় বিভিন্ন বিদ্যালয়ে পৃথক দিনে ছুটি ঘোষণা করা হয়। তাই অবশ্যই নিজের বিদ্যালয় অনুসারে ছুটির দিন বুঝে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join