চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

SEBI Officer Recruitment: কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরির সুযোগ! অফিসার পদের জন্য আবেদন করুন

NeXaric Digial
Show SEBI Officer Recruitment Highlights
Summary is AI-generated, newsroom-reviewed

SEBI Officer Recruitment: কেন্দ্র সরকারের অন্তর্গত সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা SEBI এর তরফ থেকে যোগ্য চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত চাকরির সুযোগ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারি দপ্তরে বিভিন্ন যোগ্যতায় চাকরিপ্রার্থীরা এবার আবেদন জানানোর সুযোগ পাবেন। কোন কোন পদের জন্য আবেদন জানানো যাবে? আবেদনের জন্য কোন যোগ্যতার প্রয়োজন হবে? নিয়োগ পদ্ধতি কেমন থাকবে? ইত্যাদি সমস্ত প্রশ্নের উত্তর পুঙ্খানুপুঙ্খভাবে জানতে অবশ্যই পড়তে হবে আজকের প্রতিবেদনটি।

নিয়োগকারী সংস্থা- সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা SEBI

পদের নাম- অফিসার গ্রেড A (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার)।

বিভাগ ও শূন্য পদের সংখ্যা:

  • জেনারেল (৫৬টি)
  • লিগ্যাল (২০টি)
  • ইনফরমেশন টেকনোলজি (২২টি)
  • রিসার্চ (৪টি)
  • অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ (৩টি)
  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (২টি)
  • সিভিল ইঞ্জিনিয়ারিং (৩টি)

চাকরির খবরঃ ভারতীয় কোস্ট গার্ডে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ হচ্ছে

শিক্ষাগত যোগ্যতা- প্রতিটি পদের ক্ষেত্রেই আগ্রহী সাফিররা থেকে উল্লেখিত বিষয়ের উপর স্নাতকোত্তর হতে হবে। যদিও এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের উল্লেখিত বিষয়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রীর পাশাপাশি পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতিটি পদের ক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরো বিশদে জানতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

বয়স সীমা- আগ্রহী সমস্ত চাকরিপ্রার্থীদের ৩০/০৯/২০২৫ তারিখ অনুসারে অনূর্ধ্ব ৩০ বছর বয়সী হতে হবে। এক্ষেত্রে অবশ্যই সরকারি নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ ছাড় দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি- আগ্রহী সমস্ত চাকরি প্রার্থীদের দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রথম ধাপে অনলাইন কম্পিউটার ভিত্তিক দুটি পত্রের লিখিত পরীক্ষা দিতে হবে এবং প্রথম ধাপে উত্তীর্ণ চাকরি প্রার্থীরা দ্বিতীয় ধাপে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন।

চাকরির খবরঃ রাজ্যের মিউনিসিপাল সার্ভিস কর্পোরেশনে কর্মী নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

মাসিক বেতন- উল্লেখিত পদে নিযুক্ত চাকরিপ্রার্থীদের কেন্দ্রীয় সরকারি বেতন ক্রম অনুসারে ন্যূনতম ৬২,৫০০ টাকা বেতন দেওয়া হবে। এর পাশাপাশি অতিরিক্ত সুযোগ-সুবিধা এবং ভাতা পাবেন নিযুক্ত কর্মীরা।

আবেদন পদ্ধতি- আবেদনের আগ্রহী চাকরি প্রার্থীরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে SEBI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে আবেদন পত্র ভালোভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে অনলাইনে জমা করতে হবে

আবেদন মূল্য- আবেদন মূল্য হিসাবে ১০০০ টাকা আবেদন মূল্য দিতে হবে। যদিও SC/ ST/ PwBD চাকরি প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা আবেদন মূল্য দিতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

NeXaric Digial

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।

Home Breaking E - Paper Video Join