চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

SSC MTS Recruitment 2025: মাধ্যমিক পাশে সরকারি দপ্তরে স্টাফ নিয়োগ, আবেদন পদ্ধতি জেনে নিন এখনই

Exam Bangla

SSC MTS Recruitment 2025: প্রায় এক হাজারের বেশি শূন্য পদে বিপুলসংখ্যক চাকরিপ্রার্থীকে মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ করছে স্টাফ সিলেকশন কমিশন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে MTS ও হাভালদার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরিপ্রার্থীদের কেন্দ্রীয় সরকারের চাকরি পাওয়ার এটি সুবর্ণ সুযোগ। নিয়োগের বিস্তারিত তথ্য সহজ সরল ভাবে উল্লেখ করা হলো Exam Bangla র এই প্রতিবেদনে। আবেদনে ইচ্ছুক সকল চাকরি প্রার্থী আবেদন পদ্ধতি, আবেদনের যোগ্যতা এবং নিয়োগ পদ্ধতির সম্পর্কে জেনে নিতে শেষ পর্যন্ত পড়বেন আজকের প্রতিবেদনটি।

পদের নাম- মাল্টি টাস্কিং স্টাফ (MTS) ও হাভালদার।

মোট শূন্য পদের সংখ্যা- ১০৭৫+

শিক্ষাগত যোগ্যতা- ০১/০৮/২০২৫ তারিখের আগে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের যে কোন স্বীকৃত বোর্ডের পক্ষ থেকে মাধ্যমিক পাস করতে হবে। এর থেকে উচ্চতর যোগ্যতায় চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারেন।

বয়স সীমা- মাল্টি টাস্কিং স্টাফ বা MTS পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। অপরদিকে এই পদে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। অর্থাৎ আবেদনে ইচ্ছুক প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ০২/০৮/২০০০ থেকে ০১/০৮/২০০৭ তারিখের মধ্যে। অপরদিকে হাভালদার ওদের আবেদনের জন্য চাকরি প্রার্থীরা সর্বোচ্চ ২৭ বছর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। এক্ষেত্রে ০২/০৮/১৯৯৮ থেকে ০১/০৮/২০০৭ এর মধ্যে জন্ম তারিখ রয়েছে, এমন চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের সরকারি সংরক্ষণের নিয়ম মেনে বয়সের ঊর্ধ্বসমায় ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের অন্তর্গত পে লেভেল ১ অনুসারে প্রতি মাসে বেতন পাবেন নিযুক্ত ব্যক্তি। এই বিষয়ে বিস্তারিত তথ্য ভালোভাবে বুঝে নিতে অবশ্যই নিতে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নিতে পারেন।

চাকরির খবরঃ স্টেট ব্যাংকে ৫৪১ টি শূন্যপদে প্রবেশনারি অফিসার নিয়োগ শুরু হল

নিয়োগ পদ্ধতি- উভয় পদের জন্যই কম্পিউটার বেসড একটি লিখিত পরীক্ষা দিতে হবে চাকরিপ্রার্থীদের। অপরদিকে শুধুমাত্র হাবিলদার পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর একটি শারীরিক পরীক্ষা দিতে হবে।

লিখিত পরীক্ষার সিলেবাস- কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে MTS বা হাবিলদার পদে নিযুক্ত হওয়ার জন্য দুটি সেশনে পরীক্ষা দিতে হয়। এক্ষেত্রে প্রথম সেশনে গণিত এবং রিজিনিং বিষয়ের উপর ২০টি করে মোট ৪০ টি প্রশ্ন থাকবে। এই পরীক্ষাটির জন্য মোট ৪৫ মিনিট সময় পাবেন চাকরিপ্রার্থীরা। এরপরে দ্বিতীয় সেশনে সাধারণ জ্ঞান এবং ইংরেজি ভাষার উপর ২৫ নম্বর করে মোট ৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রেও মোট ৪৫ মিনিট সময় পাবেন চাকরিপ্রার্থীরা। উল্লেখ্য, প্রথম সেশনের পরীক্ষাটিতে শুধুমাত্র উত্তীর্ণ হতে হবে এবং দ্বিতীয় সেশন এর পরীক্ষার উপর ভিত্তি করে চাকরিপ্রার্থীদের যোগ্যতা যাচাই হবে।

SubjectNo. of QuestionsMark
General English2525
General Intelligence & Reasoning2525
Numerical Aptitude2525
General Awareness2525
Total100100
Duration 90 Minutes
Exam PatternMCQ

চাকরির খবরঃ জুন মাসে যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইন মাধ্যমে https://ssc.gov.in -এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন জানাতে হবে। এর জন্য প্রথমবারের জন্য কোন চাকরিপ্রার্থী আবেদন জানালে তাকে সবার আগে অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপরে নিজের রেজিস্ট্রেশন আইডিও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করে দিতে হবে। এরপর সমস্ত আবেদন পত্রটি মিলিয়ে নিয়ে ২৪/০৭/২০২৫ তারিখের মধ্যে সাবমিট করে দেবেন। সবশেষে আবেদন মূল্য দিলে তবেই আবেদনটি গ্রহণ করা হবে।

আবেদন মূল্য:

General/OBC/EWS পুরুষ- ১০০ টাকা,
SC/ST/PWD/মহিলা- NIL

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join