চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

SSC Exam: জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষার চূড়ান্ত নম্বর প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন

স্টাফ সিলেকশন কমিশন (SSC)-এর তরফে প্রকাশ করা হল জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও কোয়ান্টিটি সার্ভেয়িং ও কনট্র্যাক্টস) ২০২২ পরীক্ষার চূড়ান্ত নম্বর। যে সকল পরীক্ষার্থী সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তাঁরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) মারফত নিজেদের নম্বর চেক করে নেবেন।

পরীক্ষার নম্বর চেক করবেন কিভাবে?

১) প্রথমে (ssc.nic.in) ওয়েবসাইটে যাবেন।

২) এরপর JE পরীক্ষার নম্বর দেখার লিঙ্কে ক্লিক করবেন।

আরও পড়ুনঃ নিট ইউজি পরীক্ষার ফলাফল প্রকাশিত

৩) এবার লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করবেন।

৪) স্ক্রিনে চূড়ান্ত নম্বর দেখতে পাবেন। এটি ডাউনলোড করে রাখবেন প্রার্থীরা।

প্রসঙ্গত, স্টাফ সিলেকশন কমিশন (SSC) জুনিয়র ইঞ্জিনিয়ার (JE) ২০২২ পরীক্ষার ফলাফল ঘোষণা করে ২৪ মে ২০২৩। আর এবার প্রকাশ করা হয়েছে ফাইনাল স্কোরকার্ড। ১৩ জুন ২০২৩ থেকে ২৭ জুন ২০২৩ পর্যন্ত নম্বর চেক করার সুযোগ পাচ্ছেন প্রার্থীরা। স্টাফ সিলেকশন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের পর স্কোরকার্ড চেক করা যাবে না তাই প্রার্থীরা অবশ্যই এটি ডাউনলোড করে রাখবেন।

SSC

Home Breaking E - Paper Video Join