চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

স্টেট ব্যাংকে ২৯৬৪টি শূন্যপদে ক্লার্ক নিয়োগ শুরু হল, গ্রাজুয়েশন যোগ্যতায় আবেদন জানান

Exam Bangla

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ২৯৬৪টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি ভারতবর্ষের যেকোনো রাজ্য থেকে পুরুষ মহিলা নির্বিশেষে আবেদনের সুযোগ করে দেওয়া হচ্ছে। তাই ব্যাংকের চাকরির জন্য আগ্রহী প্রার্থীরা শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়ুন এবং আবেদন পদ্ধতি, আবেদনের যোগ্যতা, মাসিক বেতন ও অন্যান্য তথ্যগুলি পুঙ্খানুপুঙ্খ জেনে নিন।

পদের নাম- সার্কেল বেসড অফিসার।

শূন্য পদের সংখ্যা- ২৯৬৪ টি।

শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয়ের যে কোন বিষয়ের গ্র্যাজুয়েট চাকরিপ্রার্থীরাই এই পদে আবেদন জানাতে পারবেন। এমনকি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল কিংবা একাউন্টেন্ট বিষয় নিয়ে গ্রাজুয়েট ডিগ্রি লাভ করেছেন, এমন প্রার্থী দাও এখানে আবেদনের যোগ্য। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অবশ্যই স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে চাকরিপ্রার্থীর।

বয়স সীমা- ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের চাকরি প্রার্থীদের জন্য এই নিয়োগের সুযোগ করে দিচ্ছে SBI। এর পাশাপাশি সরকারি সংরক্ষণের নিয়ম অনুযায়ী অবশ্যই সংরক্ষিত চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। সংরক্ষণের নিয়ম মেনে, SC/ST চাকরিপ্রার্থীদের মোট ৫ বছরের, OBC চাকরিপ্রার্থীদের মোট ৩ বছরের এবং বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ১০ বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

চাকরির খবরঃ ৫০০ শূন্যপদে ইউনিয়ন ব্যাংকে চাকরির সুযোগ

পূর্ব অভিজ্ঞতা- প্রতিটি চাকরিপ্রার্থীকেই উপরে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি নির্দিষ্ট কাজের জন্য অভিজ্ঞ হতে হবে। যেকোনো সিডিউল কমার্শিয়াল ব্যাংক অথবা গ্রামীণ ব্যাংকে কাজ করার অন্ততপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকলেই চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।

নিয়োগ পদ্ধতি- আবেদনকারীদের মধ্যে থেকে প্রথমে অনলাইন মাধ্যমের একটি CBT পরীক্ষা নেওয়া হবে। এরপর স্ক্রিনিং এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করবে SBI কর্তৃপক্ষ। সবশেষে স্থানীয় ভাষায় দক্ষতার পরীক্ষা নিয়ে অবশেষে মেরিট লিস্ট প্রকাশ করা হবে।

চাকরির খবরঃ এয়ারপোর্টে সরাসরি অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে

প্রয়োজনীয় নথিপত্র- প্রতিটি চাকরিপ্রার্থীকেই আবেদন জানানোর জন্য নিচে উল্লেখিত ডকুমেন্ট গুলি জমা করতে হবে।

  • আবেদনকারীর আধার কার্ড,
  • শিক্ষাগত যোগ্যতার সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেট,
  • বয়সের প্রমাণপত্র,
  • জাতিগত প্রমাণপত্র (যদি থাকে),
  • পূর্ব অভিজ্ঞতার প্রমাণ,
  • পাসপোর্ট সাইজ সাম্প্রতিক রঙিন ছবি ইত্যাদি।

আবেদন পদ্ধতি- এই পদে চাকরি প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে।

⇒Step 1: অনলাইনে আবেদন জানানোর জন্য সবার প্রথমে https://bank.sbi/web/careers/current-openings -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করবেন এবং লগইন করে নেবেন।

⇒Step 2: এরপর CRPD/CBO/2025-26/03 -এই নম্বরের বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবেন। চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য নিচে লিংক এর মাধ্যমে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেওয়া হলো।

⇒Step 3: ভালোভাবে অফিশিয়াল বিজ্ঞপ্তি পড়ে নিয়ে আবেদন পত্রটি সঠিক তথ্যের সাথে অনলাইনেই পূরণ করে জমা করতে হবে। আবেদনপত্র জমা করার আগে অবশ্যই ভালোভাবে মিলিয়ে নেবেন এবং ২৯/০৫/২০২৫ তারিখের আগে জমা করে দেবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join