চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

SBI CBO Result: প্রকাশ পেল এসবিআই সিবিও পদের চূড়ান্ত ফলাফল! রেজাল্ট দেখবেন কিভাবে? জেনে নিন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এর তরফে প্রকাশ পেয়েছে সার্কেল বেসড অফিসার (CBO) পদের চূড়ান্ত ফলাফল। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা (sbi.co.in) ওয়েবসাইটে গিয়ে ফলাফল চেক করতে পারবেন।

রেজাল্ট দেখবেন কিভাবে?

১) এসবিআই সিবিও পদের রেজাল্ট চেক করার জন্য পরীক্ষার্থীদের প্রথমে (sbi.co.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার কেরিয়ার বিভাগে যেতে হবে।
৩) এরপর এসবিআই সিবিও পদের রেজাল্ট দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।
৪) এবার স্ক্রিনে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
৫) ফলাফলটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষার্থীদের।

চাকরির খবরঃ মার্চ মাসে ১৫ টি গুরুত্বপূর্ণ চাকরির খবর

join Telegram

এসবিআইয়ের তরফে সিবিও পদের নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে সার্কেল বেসড অফিসার পদে মোট ১৪২২ জন প্রার্থী নিয়োগ করা হবে। এছাড়া এ সম্বন্ধীয় বিস্তারিত জানতে এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করবেন প্রার্থীরা।

FB Join

Home Breaking E - Paper Video Join