চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

OBC Certificate: ওবিসি মামলা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! আবারও নতুন মামলা কলকাতা হাইকোর্টে

Exam Bangla

পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে কোন কোন প্রার্থীরা পিছিয়ে পড়া শ্রেণীর অন্তর্গত, তা নিয়ে বিগত বছর থেকেই চলছে নানান সমস্যা। এর মধ্যে রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির খবর প্রকাশ্যে এসেছে। বর্তমানে ভারতের সর্বোচ্চ আদালতে ওবিসি সার্টিফিকেট বিষয়ক মামলাটি জারি রয়েছে।। সম্প্রতি এক শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিবল বিচারপতির সামনে পুনরায় রাজ্যের বর্তমান ওবিসি প্রার্থীদের সনাক্ত করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি সমীক্ষা চালানো হবে বলে জানিয়েছেন। এই বিষয়ে ইতিমধ্যেই বিরোধিতা শুরু হয়েছে এবং অকারণে অতিরিক্ত সময় নষ্ট না করে দ্রুততর পদ্ধতি অবলম্বন করে এই মামলার অবসান ঘটানোর জন্য পুনরায় একটি মামলা দায়ের করেছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়।

মূলত সরকারের অবস্থান এবং সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের কাছে এই মামলা দায়ের করেছেন। এক্ষেত্রে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রাজ্যের উচ্চ আদালতে এই মামলা চালানোর অনুমতি দিয়েছেন। যদিও মামলার শুনানির আবেদন আপাতত স্থগিত রাখা হয়েছে।

এই ঘটনার সূত্রপাত হয় ২০২৪ সালের প্রথম অর্ধে। সেই সময় রাজ্য সরকারের বিরুদ্ধে আরোপ ওঠে যে রাজ্য সরকারের পক্ষ থেকে সঠিক নিয়ম অবলম্বন করে অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণী বা ওবিসিদের সার্টিফিকেট প্রদান করা হচ্ছে না। এক্ষেত্রে ধর্মের ভিত্তিতে এবং অন্যান্যভাবে OBC দের সনাক্ত করে সার্টিফিকেট সরবরাহ করা হচ্ছে। যা সম্পূর্ণভাবেই আইন এবং নীতিবিরুদ্ধ। এই সমস্যার সমাধান করার উদ্দেশ্যে মামলা রুজু করা হয়েছিল কলকাতা হাইকোর্টে।

আরও পড়ুনঃ IRCTC দপ্তরে কম্পিউটার অপারেটর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

মামলা চলাকালীন একাধিক উত্থান পতনের মাধ্যমে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে সর্বোচ্চ সিদ্ধান্ত হিসাবে ২০১০ সালের পরবর্তী জারি করার সমস্ত OBC সার্টিফিকেট বাতিলের ঘোষণা করা হয়। ২০২৪ সালের মে মাসের ২২ তারিখে এই ঘোষণাটি করেছিলেন তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। এই ঘোষণার ফলে রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে ৫ টি স্কলারশিপের খবর, এখানে আবেদন করলে বার্ষিক ১৫০০০ টাকা পাওয়া যাবে

এই ১২ লক্ষ সার্টিফিকেটের মধ্যে প্রচুর পরিমাণে আসল উপভোক্তা রয়েছে। এই কারণেই রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে উল্লেখিত মামলার শুনানির দিন ছিল। ওই দিনে রাজ্যের আইনজীবী কপিল সিবল কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত মেনে নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পুনরায় রাজ্যের যোগ্য ওবিসিদের সমীক্ষা করা হবে বলে জানান। এই কাজের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আরো তিন মাস সময়ের জন্য শুনানি স্থগিত রাখার আবেদন জানান আইনজীবী। আপাতত শীর্ষ আদালতের পক্ষ থেকে আইনজীবির এই আবেদনকে মঞ্জুর করা হয়েছে।

এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী বিক্রম বন্দোপাধ্যায়। তার মতে, ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার কারণে ইতিমধ্যেই বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীরা সমস্যার মধ্যে রয়েছেন। এই মামলার যত তাড়াতাড়ি শুনানি হয়ে নিষ্পত্তি ঘটে, ততই রাজ্যের ছাত্র-ছাত্রী এবং চাকরিপ্রার্থীদের জন্য সুবিধা হবে বলে তিনি মনে করছেন। এই উদ্দেশ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিক্রম বন্দ্যোপাধ্যায়।

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join