চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

Swami Vivekananda Scholarship: বিকাশ ভবন স্কলারশিপে আবেদন শুরু, ২০২৫ সালের আবেদন পদ্ধতি জেনে নিন এখনই

Exam Bangla

Swami Vivekananda Scholarship: পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিনস স্কলারশিপ/বিকাশ ভবন স্কলারশিপ নিয়ে দুর্দান্ত ঘোষণা করা হলো! প্রতিবছর হাজার হাজার ছাত্রছাত্রী এই স্কলারশিপের জন্য আবেদন জানিয়ে থাকেন। উচ্চমাধ্যমিক পরীক্ষার পর উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সহায়তা করে থাকে এই স্কলারশিপ। উচ্চমাধ্যমিকের পর এই দুর্দান্ত স্কলারশিপে আবেদন জানানোর সমস্ত পদ্ধতি সহজ ভাবে বুঝে নিতে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।

Swami Vivekananda Scholarship 2025

২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য ছাত্র-ছাত্রীদের থেকে এখনো পর্যন্ত এই স্কলারশিপের আবেদন গ্রহণ করা হচ্ছে। এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা অনায়াসে এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারেন। কোনরকম অতিরিক্ত পরীক্ষা ছাড়াই ছাত্র-ছাত্রীদের নিজস্ব মেধার উপর নির্ভর করে এই স্কলারশিপের টাকা দেওয়া হয়। তবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এখনো পর্যন্ত স্কলারশিপের পোর্টাল শুরু হয়নি।

বিকাশ ভবন স্কলারশিপ 2024
স্কলারশিপের নামবিকাশ ভবন স্কলারশিপ 2024 বা মেরিট কাম মিনস স্কলারশিপ
প্রদানকারী দপ্তরপশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর
টাকার পরিমানপ্রতিমাসে ১০০০- ৫০০০ টাকা পর্যন্ত
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদন শুরুজুন/ জুলাই
আবেদন শেষ-
অফিশিয়াল ওয়েবসাইটsvmcm.wbhed.gov.in
হেল্পলাইন নম্বর১৮০০১০২৮০১৪

বিকাশ ভবন স্কলারশিপ কত টাকা পাওয়া যাবে?

এই স্কলারশিপের মাধ্যমে- মাধ্যমিক উত্তীর্ণ হয়ে উচ্চ মাধ্যমিক তরে পড়াশোনা করছেন এমন ছাত্র-ছাত্রীরা প্রতিমাসে ১০০০ টাকা হিসাবে বার্ষিক ১২০০০ টাকা, উচ্চ মাধ্যমিকের পরবর্তী গ্রাজুয়েশন কোর্সে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা প্রতিমাসে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন। এর পাশাপাশি স্নাতকোত্ত র স্তরে কেউ এই স্কলারশিপ এর জন্য আবেদন জানালে তাদের প্রতি মাসে ২০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয়।

উচ্চমাধ্যমিক স্তরপ্রতিমাসে ১০০০ টাকা
স্নাতক স্তরপ্রতিমাসে ১০০০- ৫০০০ টাকা পর্যন্ত
স্নাতকোত্তর স্তরপ্রতিমাসে ২০০০- ৫০০০ টাকা পর্যন্ত
পলিটেকনিকপ্রতিমাসে ১৫০০ টাকা

বিকাশ ভবন স্কলারশিপ 2023 টাকার পরিমাণ

Swami Vivekananda Scholarship এ আবেদনের যোগ্যতা:

১) আবেদনকারী ছাত্রছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে,
২) আবেদনকারীর পরিবারকে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর হতে হবে,
৩) মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর এর সাথে উত্তীর্ণ হতে হবে,
৪) স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রী হলে, তাদের স্নাতক বর্ষের শেষ পরীক্ষায় অন্ততপক্ষে ৫৩ শতাংশ নম্বর এর সাথে উত্তীর্ণ হতে হবে,
৫) আবেদনকারী ছাত্র-ছাত্রীকে অবশ্যই ২০২২ থেকে ২০২৫ এর মধ্যে এরপর পূর্ববর্তী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে,
৬) আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।

বিকাশ ভবন স্কলারশিপ শিক্ষাগত যোগ্যতা
যে কোর্সে ভর্তি হয়েছেনসর্বনিম্ন নম্বর
উচ্চ মাধ্যমিক স্তরমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর
স্নাতক স্তর (অনার্স/ নার্সিং/ প্যারামেডিক্যাল/ ইঞ্জিনিয়ারিং/ ডিপ্লোমা)উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর
স্নাতকোত্তর স্তর (পোস্ট গ্র্যাজুয়েশন)গ্র্যাজুয়েশনে ৫৩ শতাংশ নম্বর
পলিটেকনিকমাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর

Nabanna Scholarship 2025: Click Here

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সংক্রান্ত সমস্যার সমাধান

সম্প্রতি বেশ কিছু ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ভুল হওয়ার কারণে অথবা মাইনর ব্যাংক একাউন্ট হওয়ার কারণে স্কলারশিপ এর টাকা ঢুকতে সমস্যা হচ্ছিল। তবে এবারে রাজ্যের সরফে নতুন করে আবারো এই স্কলারশিপের টাকা পাঠানো হচ্ছে। ইচ্ছুক আবেদনকারীদের জানানো হচ্ছে যে, যত তাড়াতাড়ি সম্ভব তাদের ব্যাঙ্ক একাউন্ট সংক্রান্ত সমস্যা সমাধান করলে, তবেই এই স্কলারশিপের টাকা পাওয়া যাবে।

বিকাশ ভবন স্কলারশিপ 2024

প্রয়োজনীয় নথিপত্র:

  • আবেদনকারীর সরকারি পরিচয় পত্র,
  • জন্মের প্রমাণপত্র,
  • শেষ পরীক্ষার মার্কশিট,
  • পারিবারিক আয়ের সার্টিফিকেট,
  • শেষ পরীক্ষার এডমিট কার্ড,
  • নতুন কোর্সে ভর্তি হওয়ার রশিদ,
  • ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার ছবি ইত্যাদি।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে আরও স্কলারশিপ সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য আমাদের WhatsApp চ্যানেলে যুক্ত হয়ে যাও 👇👇

আবেদন পদ্ধতি

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে অনলাইন মাধ্যমে আবেদন জানানো যায়। আবেদনের জন্য ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের www.svmcm.wbhed.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

১) প্রত্যেক ছাত্র-ছাত্রীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আবেদনকারীর বর্তমান কোর্সের ওপর ভিত্তি করে ‘Directorate’ নির্বাচন করতে হবে। কোন কোর্সের জন্য কোন ‘Directorate’ নির্বাচন করতে হবে তা নিচে দেওয়া হল-

  • উচ্চমাধ্যমিক স্তর: Directorate of School Education (DSE)
  • স্নাতক ও স্নাতকোত্তর স্তর: Directorate of Public Instruction (DPI
  • মেডিকেল কোর্স: Directorate of Medical Education (DME)
  • পলিটেকনিক কোর্স: Directorate of Technical Education and Training (DTE&T)
  • ইঞ্জিনিয়ারিং: Directorate of Technical Education (DTE)

২) ‘Directorate’ নির্বাচন করে আবেদনকারীর নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি সহ একাধিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই কম্পিউটার স্ক্রিনে একটি ‘Application ID’ আসবে, যেটি পরবর্তীকালে স্কলারশিপের স্থিতি জানতে কাজে লাগবে।

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশে সেরা স্কলারশিপের খবর 

৩) ‘Application ID’ ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন করার সময় দেখে নিতে হবে সবকিছু সঠিকভাবে পূরণ করা হচ্ছে কিনা, কারণ আবেদন করার সময় কোন ভুল হয়ে গেলে পরবর্তীকালে স্কলারশিপের টাকা পেতে অসুবিধা হতে পারে।
বিকাশ ভবন স্কলারশিপ 2023 আবেদন পদ্ধতি

বিকাশ ভবন স্কলারশিপ হেল্পলাইন নম্বর

প্রতিবছর পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ ছাত্র ছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ -এ আবেদন করে থাকেন। আবেদন করার সময় যে কোন অসুবিধা দূর করতে বিকাশ ভবনের একটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। অনলাইন আবেদন সংক্রান্ত যেকোন প্রশ্ন থাকলে এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। বিকাশ ভবন স্কলারশিপ হেল্পলাইন নম্বর- ১৮০০১০২৮০১৪, বিকাশ ভবন স্কলারশিপ ইমেল আইডি- helpdesk.svmcmwb@gov.in.

বিকাশ ভবন স্কলারশিপ 2025 Apply Link

Official Notice: Download Now
Apply Now: Click Here

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join