চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যে ৫০ হাজার শূন্যপদে নিয়োগ, ঘোষণা করলে মুখ্যমন্ত্রী

বেকার যুবক যুবতীদের বেকারত্ব দূর করতে এক বিরাট কর্মসংস্থানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হাত ধরে নতুন পথের দিশারী দেখালো টিসিএস। প্রায় ৫০ হাজারের মত কর্মী নিয়োগ করতে চলেছে টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস। বেকার যুবক যুবতীদের এক নতুন কর্মসংস্থানের দিশা দেখালো TCS। এতে যুবক যুবতীদের বেকারত্ব কিছুটা লাঘব হবে বলেও মনে করছেন অনেকে।

রাজ্যে টাটা কনসালটেন্সি সার্ভিসে ৫০ হাজার শূন্যপদে নিয়োগের ব্যাপারে খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী টুইট করে একথা জানিয়েছেন। বাংলার সরকার কর্মসংস্থানের ব্যাপারে বদ্ধপরিকর। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলার আইটি সেক্টর সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছেছে। কলকাতায় ৫০ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে টিসিএস। ২০১১ সালে টিসিএস ১১ হাজার কর্মী নিয়োগ করেছিল। তবে এবার সংখ্যাটা তিনগুণ। অনেক শুভেচ্ছা।

আরও পড়ুনঃ
রাজ্যের সমবায় ব্যাংকে কর্মী নিয়োগ চলছে
রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ
মাধ্যমিক পাশে কৃষি দপ্তরে চাকরির সুযোগ

প্রায়ই শোনা যায় যে রাজ্যে আইটি সেক্টরে নিয়োগ খুবই কম হয়। রাজ্যের ছেলে- মেয়েরা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে বাইরের রাজ্যে কাজ করতে যায়। এবার হয়তো তাদের মনের মধ্যে এই অবসাদ দূর হতে চলেছে। বেকার যুবক যুবতীরা আশা রাখছেন এর ফলে তাদের কিছুটা হলেও বেকারত্ব লাঘব হবে। মুখমন্ত্রী আরও জানান ভবিষ্যতে বহু নতুন কর্মসংস্থান যুবক যুবতীদের পূরণের দিশারী হবে।

Home Breaking E - Paper Video Join