ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) এর তরফে প্রকাশ করা হলো ২০২৩ ইঞ্জিনিয়ারিং সার্ভিস একজামিনেশন (ESE) মেন পরীক্ষার সময়সূচি। যে সকল পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাঁরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (
upsc.gov.in) এ গিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে আসতে পারেন।
কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইঞ্জিনিয়ারিং সার্ভিস একজামিনেশন (ESE) এর মেন পরীক্ষাটি আয়োজিত হতে চলেছে আগামী ২৫শে জুন, ২০২৩ নাগাদ। পরীক্ষাটি আয়োজিত হবে দুটি শিফটে। সকালের পর্বটি চলবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর বিকেলের পর্বটি চলবে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে কমিশনের বিজ্ঞপ্তিটি দেখে নেবেন পরীক্ষার্থীরা।
প্রসঙ্গত, ইউপিএসসির ইএসই (ESE) পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা হিসেবে বিবেচিত হয়। সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। এর আগে ইএসই প্রিলিমিনারি পরীক্ষাটি আয়োজিত হয়েছিল ফেব্রুয়ারির ১৯ তারিখ নাগাদ। পরীক্ষার ফলাফল প্রকাশ পায় ৩রা মার্চ ২০২৩। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। মেন পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করেছে কমিশন। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন পরীক্ষার্থীরা।