চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

এবার বিতর্কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়! অধ্যাপকের বেতন দৈনিক ১৫০ টাকা নিয়ে জল্পনা শিক্ষক মহলে

কিছুদিন আগেই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে বিস্তর জলঘোলা হয়েছিল। সেখানে দৈনিক ৩০০ টাকার বেতনে অতিথি অধ্যাপক নিয়োগের ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই ঘটনাকে পেরিয়ে একবার ফের সমালোচনার মুখে রাজ্যের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী। বিশ্ববিদ্যালয়ের একটি বিজ্ঞপ্তি ঘিরে জোরদার বিতর্ক শুরু হয়েছে রাজ্যে। যেখানে দৈনিক দেড়শো টাকার বেতনে অতিথি শিক্ষক নিয়োগের ঘোষণা করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

কিছুদিন আগে প্রতিষ্ঠানের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সেখানে জানানো হয়, উইভিং বা সেলাইয়ের জন্য অতিথি শিক্ষক নিয়োগ করবে বিশ্ববিদ্যালয়। ক্লাস নিতে হবে, কিন্তু পাকা চাকরি নয়। যে সকল প্রার্থীদের উইভিংয়ের উপর ডিপ্লোমা অথবা ব্যাচেলর অফ ফাইন আর্টসের ডিগ্রি থাকবে, পাশাপাশি তিনটি ভাষা ও কম্পিউটার জানার দক্ষতা থাকবে তাঁরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছিল, এই শিক্ষকদের মোট ৮০ টি পিরিয়ডের ক্লাস নিতে হবে। আর ক্লাস পিছু তাঁদের বেতন ধার্য হয়েছে ১৫০ টাকা। বিশ্ববিদ্যালয়ের এহেন বিজ্ঞপ্তির পরই আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

আরও পড়ুনঃ কম খরচে অ্যানিমেশন কোর্সে আবেদন করুন

যেখানে একজন শ্রমিকদের দৈনিক বেতন ৩৫০ টাকা সেখানে বিশ্বভারতীর মতো এক কেন্দ্রীয় প্রতিষ্ঠান দেড়শো টাকায় অতিথি শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত কিভাবে নিল, নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক মহল। যে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়কে নিয়ে পূর্বে এত বিতর্ক তার চাইতেও কম মূল্যে বিশ্বভারতীর অতিথি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে সরব হয়েছেন বিরোধিরা। যদিও গোটা ঘটনাটিতে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি বিশ্বভারতীর তরফে।

অধ্যাপকের বেতন দৈনিক 'দেড়শো' টাকা

Home Breaking E - Paper Video Join