চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WB AIIMS Recruitment: কল্যাণী AIIMS এ শিক্ষক নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি

Exam Bangla

WB AIIMS Recruitment: সরকারি বিদ্যালয় বা প্রতিষ্ঠানের শিক্ষকতার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীদের পশ্চিমবঙ্গ রাজ্যে নিয়োগের সুযোগ রয়েছে। কল্যাণী AIIMS এর তরফে চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের জন্য যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আজকে বিজ্ঞপ্তি অনুসারে বিস্তারিত নিয়োগের বিবরণ চাকরিপ্রার্থীদের জন্য সহজ সরল ভাবে এই প্রতিবেদনে উল্লেখ করা হলো।

নিয়োগ কারী সংস্থা- AIIMS কল্যাণী।

পদের নাম- শিক্ষক।

ডিপার্টমেন্ট- CMFM

অফিসিয়াল ওয়েবসাইট- http://www.aiimskalyani.edu.in

মাসিক বেতন- ১৫,৬০০/- টাকা থেকে ৩৯,১০০/- টাকার মধ্যে মূল বেতন পাবেন নিযুক্ত কর্মীরা। এর পাশাপাশি একাধিক সরকারি সুযোগ-সুবিধা এবং চিকিৎসা গত ভাতা দেওয়া হবে কর্মীদের। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই নিচে দেওয়া লিংক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে বুঝে নিতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা- আগ্রহী চাকরিপ্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি প্রাপ্ত হতে হবে।

চাকরির খবরঃ পূর্ব বর্ধমান জেলায় সরকারি প্রকল্পে কর্মী নিয়োগ

বয়স সীমা- চাকরি প্রার্থীদের সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত এই পদে আবেদন জানানোর সুযোগ রয়েছে। যদিও শারীরিকভাবে বিশেষ সক্ষম চাকরিপ্রার্থীদের ১০ বছরের বয়সের ছাড় দেওয়া হবে। এক্ষেত্রে অন্যান্য সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের সরকারি নিয়ম মেনে কোন ছাড় দেওয়া হবে না।

নিয়োগ পদ্ধতি- আগ্রহী প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এক বছরের চুক্তির হিসাবে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১১/০৯/২০২৫ তারিখ সকাল ৯ টা থেকে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ এর স্থানে প্রবেশ করতে দেওয়া হবে। সকাল দশটার পর কোনো চাকরি প্রার্থীকে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না। ঐদিন সকাল সাড়ে ৯টা থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ১০টা থেকে ইন্টারভিউ শুরু হবে। আগ্রহী প্রার্থীদের সঠিক সময়ে ইন্টারভিউ এর স্থানে পৌঁছে যেতে হবে।

চাকরির খবরঃ ইন্টেলিজেন্স ব্যুরোতে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

ইন্টারভিউ এর ঠিকানা- Administrative Building, Ground Floor, Welcome Center of AIIMS, Kalyani, Pin – 741245

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীদের AIIMS কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে “AIIMS KALYANI INTERNAL RESOURCES ACCOUNT” -এই অ্যাকাউন্টে আবেদন মূল্য হিসেবে ১০০০ টাকা জমা করতে হবে। SC/ST চাকরি প্রার্থীদের কোন আবেদন মূল্য দিতে হবে না। আবেদন মূল্য ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join